ইসলামাবাদ: দরগা হামলার প্রত্যাঘাতে ২৯ জন জঙ্গিকে খতম করল পাক নিরাপত্তা-বাহিনী।


গতকাল পাকিস্তানের সিন্ধু প্রদেশের সেওয়ানে বিখ্যাত লাল শাহবাজ কালান্দর সুফি দরগায় আইএস জঙ্গির আত্মঘাতী বিস্ফোরণে অন্ততপক্ষে ৭৬ জন প্রাণ হারান।


এরপরই দেশজুড়ে জঙ্গি-নিকেশ অভিযান শুরু করে পাক নিরাপত্তা-বাহিনী। এখনও পর্যন্ত ২৪ জন জঙ্গি খতম করা হয়েছে। হামলার পরই গতকাল দক্ষিণ সিন্ধুপ্রদেশে রাতে শুরু হওয়া সন্ত্রাসদমন অভিযানে ১৮ জঙ্গিকে মেরেছে আধাসামরিক সিন্ধ রেঞ্জার্স।



বাহিনীর তরফে বলা হয়েছে, সিন্ধুপ্রদেশের কাঠোরের কাছে সুপার হাইওয়ের ওপর আধাসামরিক বাহিনীর একটি কনভয়ের ওপর অতর্কিত হামলা চালায় জঙ্গিরা। পাল্টা জবাবে ৭ জঙ্গি খতম হয়। ওই জওয়ানরা সেওয়ানে উদ্ধারকার্য সেরে ফিরছিলেন। সেই সময় হামলা হয়। এদিকে, করাচির মঙ্ঘোপির এলাকায় পৃথক অভিযানে আরও ১১ জন জঙ্গি খতম করে পাক রেঞ্চার্স বাহিনী।



আবার, দেশের উত্তর-পশ্চিমে খাইবার-পাখতুনখোয়া প্রদেশেও আরও ১১ জন জঙ্গিকে খতম করে নিরাপত্তা-বাহিনী। পাকিস্তানের এক আধিকারিক জানান, পেশোয়ারের রেগ্গি অঞ্চলে পুলিশ তিন জঙ্গিকে খতম করেছে। এছাড়া, উপজাতি-অধ্যুষিত ওরাকজাই অঞ্চলে সেনা চার জঙ্গিকে খতম করেছে। অন্যদিকে, বান্নু এলাকায় চার জঙ্গিকে খতম করা হয়েছে।



প্রসঙ্গত, পাকিস্তানের সিন্ধু প্রদেশের সেওয়ান শহরে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় আইএস। সুফি সাধকদের এক অনুষ্ঠান চলাকালীন বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী জঙ্গি। শেষ খবর মেলা পর্যন্ত, হামলায় নিহত ৭৬। আহতের সংখ্যা ১৫০ ছাঁড়িয়েছে। বেসরকারি মতে, নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এই নিয়ে পাকিস্তানে এক সপ্তাহের মধ্যে পাঁচবার আত্মঘাতী হামলা চালাল জঙ্গিরা। এদিনের হামলার তীব্র নিন্দা করেছে রাষ্ট্রপুঞ্জ।