নয়াদিল্লি: মার্কিন মুলুকে দুষ্কৃতীর গুলিতে মৃত্যু হল এক ভারতীয় নাগরিকের।
জানা গিয়েছে, শনিবার সকালে ক্যালিফর্নিয়ার মিলপিটাসে ওই ব্যক্তিকে গুলি করে মারা হয়। পুলিশের জানায়, আততায়ী গাড়ি ছিনতাইকারী। তাকে গ্রেফতার করা হয়েছে বলে সোমবার দাবি করেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
জানা গিয়েছে, আদতে তেলঙ্গনার বাসিন্দা বছর ছাব্বিশের ওই ব্যক্তির নাম মামিদালা ভামসী চন্দর রেড্ডি। স্থানীয় একটি দোকানে পার্টটাইম কাজ সেরে যখন তিনি বাড়ি ফিরছিলেন, তখনই ঘটনা ঘটে।
নিহতের বাবা বলেন, ভামসীর বন্ধুরা প্রথমে আমাকে ফোন করে জানান, ছেলের খোঁজ মিলছে না। পরে তাঁরা আবার ফোন করে ঘটনার কথা জানান।
বন্ধুরা আরও জানান, ভামসী যে অ্যাপার্টমেন্টে থাকতেন, সেখানে গ্যারেজে এক মহিলার গাড়ি ছিনতাই করতে এসেছিল এক দুষ্কৃতী। মহিলা বাধা দিলে, দুষ্কৃতী তাঁর মাথায় বন্দুক ঠেকায়।
এই অবস্থায়, মহিলাকে সাহায্য করতে এগিয়ে গেলে, ওই ছিনতাইকারী ভামসীকে খুব কাছ থেকে গুলি করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
এই ঘটনার খবর প্রকাশ পেতেই নড়েচড়ে বসে ভারতীয় বিদেশমন্ত্রক। এদিন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ টুইটারে ভামসীর মৃত্যুতে শোকপ্রকাশ করেন। তিনি লেখেন, তরুণ ভামসী মামিডালার মৃত্যুতে শোকাহত। তাঁর পরিবারকে সমবেদনা।
https://twitter.com/SushmaSwaraj/status/831046204829995008
https://twitter.com/SushmaSwaraj/status/831047129560817664
তিনি যোগ করেন, সান ফ্রান্সিসকোর ভারতীয় কনস্যুলেট থেকে তিনি রিপোর্ট পেয়েছেন। এরপরই বিদেশমন্ত্রী জানান, ভামসীর আততায়ী এক মাদকাসক্ত। তাকে গ্রেফতার করা হয়েছে। ভামসীর পরিবারকে সমস্ত রকম সহায়তারও আশ্বাস দেন মন্ত্রী।
https://twitter.com/SushmaSwaraj/status/831047987195285504
জানা গিয়েছে, ২০১৩ সালে মার্কিন মুলুকে গিয়েছিলেন ভামসী। সিলিকন ভ্যালি বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার অফ সায়েন্স (এমএস) করেছিলেন।
ভামসীর বাবার আক্ষেপ, তথ্যপ্রযুক্তিতে ডিগ্রি থাকা সত্ত্বেও, সেখানে স্থায়ী চাকরি ছিল না ছেলের। তিনি ছেলেকে বহুদিন ধরেই বলছিলেন, মার্কিন মুলুক ছেড়ে এখানে এসে চাকরি করতে। কিন্তু, তার আগেই সব শেষ...