ইসলামাবাদ: অর্থনীতি, রাজনীতি তো বটেই, এমনকী ক্রিকেটের ময়দান থেকেও পাকিস্তানিরা আজকাল শুধুমাত্র খারাপ খবরই পাচ্ছেন বলে আক্ষেপ জানালেন পাকিস্তানের প্রধান বিচারপতি আসিফ সঈদ খোসা। পাকিস্তানের মডেল আদালতের কাজকর্ম সংক্রান্ত এক অনুষ্ঠানে ভাষণে দেশের অর্থনীতির প্রসঙ্গ তোলেন খোসা। ব্যালেন্স অব পেমেন্ট সমস্যা থেকে পাক অর্থনীতি ভয়াবহ সঙ্কটে পড়ার আশঙ্কা সম্পর্কে তিনি বলেন, অর্থনীতির কথা শুনছি। বলা হচ্ছে, তা আইসিইউতে চলে গিয়েছে বা সবে তার বাইরে বেরল। ‘জাতীয় অর্থনীতি আইসিইউ’তে চলে যাওয়ার খবর মোটেই সুসংবাদ নয়। তাঁকে উদ্ধৃত করে পাক মিডিয়ার খবর।
ইমরান খান সরকার অর্থভান্ডার নগদের অভাবে চলতি সঙ্কট মোকাবিলায় আইএমএফ, বিশ্বব্যাঙ্ক, এডিবির সঙ্গে কয়েক মিলিয়ন ডলারের প্যাকেজ পাওয়ার ব্যাপারে রফা-আলোচনা করছে।
পাশাপাশি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ ও পাকিস্তান মুসলিম লিগ (এন) এর মধ্যে ন্যাশনাল অ্যাসেম্বলিতে বিরোধ, সংঘাতের দিকে ইঙ্গিত করেও তিনি বলেন, পার্লামেন্টেও দেখছি হাঙ্গামা, শোরগোল, গন্ডগোল হচ্ছে। সভার নেতা, বিরোধী নেতাকে কথা বলতে পর্যন্ত দেওয়া হচ্ছে না। এটা হতাশাজনক। আবার চ্যানেল ঘুরিয়ে ক্রিকেট বিশ্বকাপের দিকে দেখুন। দুর্ভাগ্যের কথা, সেখানেও নিরাশাজনক খবরই আসছে। সম্ভবত ভারতের কাছে বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের হার সম্পর্কে তাঁর মন্তব্য, চারপাশের যাবতীয় নেতিবাচক আবহাওয়া থেকে নজর সরিয়ে টিভি খুলে বসে, কিন্তু দেখি, আমাদের টিম ম্যাচ হারছে। দেখে ভাল লাগছে যে, এরকম বিপর্যয়ের সময় একমাত্র ভাল খবর আসছে পাকিস্তানের আদালত থেকে। ৪৮টি কাজের দিনে মডেল কোর্টের মাধ্যমে ৫৮০০ টি মামলার ফয়সালা হয়েছে বলে জানান তিনি। বলেন, রাষ্টের সংশ্লিষ্ট শাখা হিসাবে, ন্যয়বিচার দেওয়ার ভার পেয়ে মানুষকে দ্রুত, সুলভে ন্যয় দেওয়ার সাংবিধানিক দায়িত্ব আমাদের। এটা বিরাট কাজ।