লাহোর: ইন্টারনেটে আলাপ হওয়া পাকিস্তানি তরুণীর সঙ্গে দেখা করতে আফগানিস্তান হয়ে পাকিস্তানে ঢুকে ধৃত ভারতীয় ইঞ্জিনিয়ারের কারাবাসের বাকি মেয়াদটুকু মাফ করে দিতে পাক প্রেসিডেন্ট মামনুন হুসেইনকে আবেদন মায়ের। হামিদ আনসারি নামে ওই ইঞ্জিনিয়ারের মা তাঁর চিঠিতে মামনুনকে লিখেছেন, ওর চেয়েও বড় অন্যায় করা বিদেশি নাগরিকদের ক্ষমা করেছে আপনার সরকার। হামিদের সাজার বাকি মেয়াদটুকু মাফ করে দিলে মানবতাবাদী আবেদনে সাড়া দেওয়ার ক্ষেত্রে আপনাদের সুনাম আরও বাড়বে, ভারতের জেলে বন্দি পাক নাগরিকদের মুক্তির সম্ভাবনাও উজ্জ্বল হবে। দোষী সাব্যস্ত হওয়ার আগে হামিদ যে তিনটি বছর আটক ছিলেন, সেই সময়টা তিনি সাজা খেটেছেন ধরে নিয়ে মানবিকতার কারণে তাঁকে ছেড়ে দিতে ও ফোনে পরিবারের সঙ্গে তাঁকে কথা বলতে দেওয়ার অনুমতি চেয়েছেন তিনি।
প্রসঙ্গত, পাক সামরিক আদালতে বিচার করে হামিদকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাজা শুরু হয় ২০১৫-র ১৫ ডিসেম্বর, সামনের বছর ১৪ ডিসেম্বর শেষ হবে। গত বছর পেশোয়ারের সেন্ট্রাল জেলে অন্য বন্দিদের মারে জখম হন মুম্বইয়ের বাসিন্দা ওই যুবক।
পাকিস্তানের মানবাধিকার কমিশন জানিয়েছে, আইআইএমের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হামিদের খাইবার পাখতুনখাওয়ার কোহাটের এক তরুণীর সঙ্গে বন্ধুত্ব হয় ফেসবুকে। মেয়েটি নিজের নিরাপত্তা, অধিকার বিপন্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করায় তিনি তাঁকে বাঁচাতে উদ্যোগী হন। পাকিস্তান যাওয়ার ভিসা না পেয়ে বিমানে আফগানিস্তান গিয়ে সেখান থেকে বৈধ নথি ছাড়াই পাকিস্তানে ঢোকেন। ২০১২-র ১৪ নভেম্বর কোহাটের এক হোটেল থেকে তিনি গ্রেফতার হন।
এক পাক মানবাধিকার কর্মীর বক্তব্য, গত ৫ বছর ধরে তিনি পাক কর্তৃপক্ষের হাতে বন্দি। পাকিস্তানে বেআইনি অনুপ্রবেশ নয়, চরবৃত্তির দায়ে তিন বছরের জেল হয় তাঁর। ঠিকই, উনি একটা অন্যায় করেছেন, কিন্তু বিপদে পড়া এক মহিলাকে প্রেম-ভালবাসা থেকে সাহায্য করাই উদ্দেশ্য ছিল তাঁর। এজন্য তাঁর রেহাই পাওয়া উচিত। এমনিতেই উনি অনেক ভুগেছেন।
ছেলের জেলের মেয়াদ কমাতে পাক প্রেসিডেন্টকে চিঠি ভারতীয় যুবকের মায়ের
Web Desk, ABP Ananda
Updated at:
04 Dec 2017 08:00 PM (IST)
প্রতীকী চিত্র।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -