নয়াদিল্লি: কুলভূষণ যাদবকে নিয়ে আন্তর্জাতিক আদালতে লড়াইয়ের মধ্যেই আরও এক ভারতীয়কে গ্রেফতার করল পাকিস্তান। এই ব্যক্তিকে ইসলামাবাদের এফ-৮ অঞ্চল থেকে গ্রেফতার করা হয়েছে বলে পাক সংবাদমাধ্যম সূত্রে খবর। গ্রেফতার হওয়া ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাঁর কাছে ভ্রমণ সংক্রান্ত উপযুক্ত নথি না থাকার অভিযোগ আনা হয়েছে। পাকিস্তানের বিদেশ সংক্রান্ত আইনের ১৪ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার হওয়া এই ভারতীয়কে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
কুলভূষণের বিরুদ্ধে ভারতের হয়ে চরবৃত্তির অভিযোগ এনেছিল পাকিস্তান। তাঁর মৃত্যুদণ্ডের উপর স্থগিতাদেশ জারি করেছে আন্তর্জাতিক আদালত। এ বিষয়ে দু দেশের লড়াই চলছে। এরই মধ্যে আরও এক ভারতীয় গ্রেফতার হওয়ায় কূটনৈতিক লড়াই জোরদার হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
ভ্রমণের নথি না থাকার অভিযোগ, পাকিস্তানে গ্রেফতার এক ভারতীয়
Web Desk, ABP Ananda
Updated at:
21 May 2017 05:21 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -