দেখুন: গাড়িতে অন্য মহিলার সঙ্গে স্বামীকে দেখে তুলকালাম বাঁধালেন স্ত্রী
ABP Ananda, web desk | 21 May 2017 01:21 PM (IST)
কলকাতা: কোনও মহিলা বা পুরুষই তাঁর সঙ্গীকে অন্য কারুর সঙ্গে দেখতে পছন্দ করেন না। আর এমন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট পুরুষ বা মহিলা যে খুবই ক্রুদ্ধ হবেন, তা আর বলার অপেক্ষা রাখে না। এমনই একটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের স্বামী অন্য মহিলার সঙ্গে গাড়িতে দেখে ফেলে তুলকালাম বাঁধালেন স্ত্রী। স্বামীর গাড়ির বনেটে বসে পড়লেন তিনি। কিন্তু স্ত্রীকে বনেটে বসে থাকতে দেখেও স্বামী গাড়ি থামাননি। রাস্তায় চলতে থাকে গাড়ি। বনেটে বসে চিত্কার-চেঁচামেচি করছেন মহিলা। হয়ত গাড়ি থামানোর সাহস করেননি স্বামী। ওই ব্যক্তি ভালো করেই জানেন যে, গাড়ি থামালে মাঝরাস্তাতেই শুরু হবে গণ্ডগোল। ওই ব্যক্তি শুধু ওই আশঙ্কার কথা মাথায় রেখে আর একটি দিক সম্পূর্ণ অবহেলা করেছেন। মহিলা বনেট থেকে রাস্তায় পড়ে গেলে মারাত্মক বিপদ ঘটতে পারত। শেষপর্যন্ত লোকজন ওই গাড়ি থামান। সঙ্গে সঙ্গে স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয়ে যায় বচসা।