ঘটনার পিছনে অবশ্য জাতিবিদ্বেষের ছায়া দেখছেন না শেরিফ বেরি ফেলি। তিনি বলেছেন, পটেলের ভারতীয় বংশোদ্ভূত পরিচিতি এক্ষেত্রে কোনও কারণ বলে মনে হচ্ছে না।
পটেলের মৃত্যুতে শোকাবিষ্ট পরিবার, আত্মীয়স্বজন, খদ্দেররাও। পটেলের বাড়ি গিয়ে শ্রদ্ধা, শোক জানাচ্ছেন তাঁরা। হতবাক সকলেই। একজন বলেছেন, প্রত্যেকেরই ভাল বন্ধু ছিলেন তিনি। যে-ই এমন করে থাকুুক, কেন করল ওঁর সঙ্গে? মারিও স্যাডলার নামে এক কাস্টমার কাম বন্ধু স্মৃতিচারণায় বলেন, পটেল তাঁকে কাজের অফার দিয়েছিলেন, বিপদে আপদে পাশে দাঁড়াতে যা যা করণীয় করেছেন।
৩২ বছরের কুচিভোটলা, তাঁর বন্ধু অলোক মাদাসানিকে নিশানা করে কানসাসের বারে গুলি চালায় ৫১ বছর বয়সি অবসর নেওয়া মার্কিন নৌ জওয়ান অ্যাডাম পুরিনটন। তাঁকে বলতে শোনা গিয়েছিল, আমার দেশ থেকে দূর হও। গুলিতে প্রাণ হারান কুচিভোটলা।
গত মাসের ঘটনাটি আমেরিকার ভারতীয়দের মধ্যে আতঙ্কের স্রোত বইয়ে দিয়েছে। ঘৃণা, বিদ্বেষের আবহাওয়ায় আমেরিকা কতখানি নিরাপদ, এহেন আশঙ্কা জানাচ্ছেন তাঁরা। যদিও খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানসাসের ঘটনার কঠোর নিন্দা করে যাবতীয় সন্ত্রাস, হিংসার বিরুদ্ধে আমেরিকা একজোট বলে জানিয়ে দিয়েছেন।