ছবি-ফেসবুক
প্রভুর মেয়ে অন্য কোনও প্রদেশে থাকেন। তিনি ঘটনার সময় সেখানে ছিলেন না। পুলিশকে খবর দেন প্রভুর ২০ বছরের ছেলে। সান জোসের পুলিশ প্রধান এডি গার্সিয়া বলেন, সন্দেহভাজন ছেলেটি নিহতের প্রাপ্তবয়স্ক মেয়ের ডেটিং করত। গত বছর সম্পর্ক ভেঙে যায়। ছেলেটির অতীতে পারিবারিক হিংসায় জড়িত থাকার নজির আছে। ওকে অপরাধ করা থেকে ঠেকিয়ে রাখার নির্দেশও ছিল আদালতের।
পুলিশ লরা ভেল লেনের ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, বাড়ির ঢোকার দরজার সামনে পড়ে আছে এক প্রাপ্তবয়স্ক, দেহে অন্তত একটি গুলির আঘাতের ক্ষত। তারা ভিতরে ঢুকতেই দম্পতির ২০ বছরের ছেলে জানায়, তার মা, ১৩ বছরের ভাই ও সন্দেহভাজন ছেলেটি ভিতরে আছে। সন্দেহভাজন ১৩ বছরের ছেলেটিকে ছাড়ে বটে, তবে ধরা দিতে রাজি হয় না। সংঘাত চলতে থাকায় হাজির হয় সোয়াট বাহিনীর একটি টিম। তবে পুলিশ যতক্ষণে ভিতরে ঢোকে, তার মধ্যেই সন্দেহভাজন ছেলেটি ও প্রভুর স্ত্রী, দুজনেরই গুলিতে মৃত্যু হয়েছে।
সম্প্রতি আমেরিকায় পরপর বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, যাতে হেট ক্রাইমের শিকার হয়েছেন ভারতীয়রা গত মার্চে গুলিতে নিহত হন ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলা। টেনেসিতে এপ্রিলে মোটেলে গুলির লড়াইয়ের মধ্যে পড়ে প্রাণ হারাতে হয় আরেক ভারতীয়-মার্কিনকে।