হিউস্টন: স্তন ক্যান্সার চিহ্নিত করার জন্য এক বিশেষ ব্রা তৈরি করলেন মেক্সিকোর এক তরুণ। জুলিয়ান রিওস ক্যান্টু নামে ওই তরুণের দাবি, এই ‘স্মার্ট ব্রা’-র মধ্যে সেন্সর আছে। তার ফলে কারও স্তন ক্যান্সার হলে শুরুতেই ধরা পড়বে। এই ব্রা সপ্তাহে মাত্র এক ঘণ্টা পরলেই হবে।
সারা বিশ্বে লক্ষ লক্ষ মহিলা স্তন ক্যান্সারে আক্রান্ত। জুলিয়ানের মায়েরও স্তন ক্যান্সার হয়েছিল। তাঁকে বাঁচানোর জন্য দুটি স্তনই বাদ দিতে হয়। এরপরেই বিশেষ ব্রা তৈরির উদ্যোগ নেন এই তরুণ। তাঁর সেই উদ্যোগ সফল। তাঁর তৈরি এই বিশেষ ব্রার মধ্যে রয়েছে ২০০টি সেন্সর। স্তনের রক্ত চলাচল, রঙ, তাপমাত্রা এবং আকারের বিষয়ে কম্পিউটার বা স্মার্টফোনে অ্যাপে তথ্য পেশ করে এই ব্রা। ফলে স্তন ক্যান্সার হয়েছে কি না সহজেই জানা যায়।
স্তন ক্যান্সার চিহ্নিত করতে সেন্সরযুক্ত ‘স্মার্ট ব্রা’
Web Desk, ABP Ananda
Updated at:
05 May 2017 06:22 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -