ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রে একটি এক মাসের শিশুর মৃত্যুর ঘটনায় গাফিলতির অভিযোগে দিব্য পটেল (৩৪) নামে এক ভারতীয় যুবককে গ্রেফতার করা হল। তাঁর বিরুদ্ধে শিশুটি সাড়া দিচ্ছে না দেখেও চিকিৎসার ব্যবস্থা না করার অভিযোগ উঠেছে।
পুলিশের অভিযোগ, মৃত শিশুটির জন্ম হওয়ার পর থেকেই তার মা ও দিব্য কানেকটিকাটের রকি হিল অঞ্চলের একটি হোটেলে ছিলেন। গত শনিবার সন্ধ্যায় শিশুটির মা-কে দিব্য খবর দেন, শিশুটি শ্বাস নিচ্ছে না। শিশুটির মা পুলিশকে জানান, তিনি হোটেলে দিব্যর সঙ্গে দেখা করতে যান। কিন্তু তাঁর সঙ্গে দেখা হয়নি। পুলিশ আবিষ্কার করে, দিব্যর গাড়ির পিছনের আসনে শিশুটি মৃত অবস্থায় পড়ে আছে।
জেরার মুখে দিব্য দাবি করেন, তিনি ভেবেছিলেন, শিশুটির ঠান্ডা লেগেছে। সেই কারণে তিনি নিজেই শিশুটির চিকিৎসার চেষ্টা করেন। কিন্তু কোনও কাজ হয়নি। এরপর তাঁর মনে হয়, অনেক দেরি হয়ে গিয়েছে। তাই শিশুটিকে হাসপাতালে নিয়ে যাননি। পুলিশ অবশ্য দিব্যর দাবি মানতে নারাজ। তাঁকে আদালতে পেশ করা হয়। মামলা দায়ের করা হয়েছে। ৫ ডিসেম্বর পরবর্তী শুনানি। এই ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।
মার্কিন যুক্তরাষ্ট্রে শিশুমৃত্যুর ঘটনায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভুত যুবক
Web Desk, ABP Ananda
Updated at:
22 Nov 2017 09:47 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -