জাকার্তা: সোমবার জাভা সাগরে ভেঙে পড়া ইন্দোনেশিয়া এয়ারলাইন্সের বিমানের পাইলট ছিলেন এক ভারতীয়। নাম ভাব্যে সুনেজা। এদিন ১৮৮ জন যাত্রী নিয়ে পাঙ্গকাল পিনাংস শহরে যাওয়ার পথে কেরাওয়াংয়ের কাছে জাভা সমুদ্র সলিল সমাধিস্থ হয় বিমানটি। ইন্দোনেশিয়া প্রশাসনের তরফে জানানো হয়েছে, লায়ন এয়ার সংস্থার ফ্লাইট জেটি৬১০ জাকার্তার সোকার্নো হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ে।



কিন্তু, মাত্র ১৩ মিনিট পরই এটিসি-র সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জানা গিয়েছে, বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানে ১৭৮ জন পুরুষ, ১ কিশোর এবং ২ শিশু ছিল। এছাড়া ছিল তিন ক্রু সদস্য ও এক টেকনিশিয়ানও। বিমানের ক্যাপ্টেন ছিলেন ভাব্যে সুনেজা। পাশাপাশি, আরও ৫ জন কেবিন ক্রু সদস্য ছিলেন।
৩১ বছরেপ সুনেজার ৬ হাজার ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে। তিনি আদতে নয়াদিল্লির বাসিন্দা। বর্তমানে জাকার্তায় থাকতেন। এদিন ইন্দোনেশিয়ার ভারতীয় দূতাবাস থেকে সুনেজার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করা হয়েছে।