কলম্বো:  গ্রেফতার হলেন শ্রীলঙ্কার পেট্রোলিয়াম মন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার অর্জুন রণতুঙ্গা। দ্বীপরাষ্ট্রে চলতি রাজনৈতিক সংকট চলাকালে হিংসার ঘটনায় রনতুঙ্গাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গত রবিবার  শ্রীলঙ্কার রাজনৈতিক সংকটের ঘটনা নয়া মোড় নেয়। শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রণতুঙ্গার দেহরক্ষীদের গুলিতে ১ জনের মৃত্যু হয়।  রণতুঙ্গা প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘের মন্ত্রিসভার পেট্রোলিয়ামমন্ত্রী। তাঁর দেহরক্ষীরা রবিবার নতুন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের সমর্থকদের দিকে লক্ষ্য করে গুলি চালায় রণতুঙ্গার দেহরক্ষীরা। গুলিবিদ্ধ একজনের মৃত্যু হয়। বাকি দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় সিলোন পেট্রোলিয়াম কর্পোরেশন (সিপিসি) চত্বর থেকে এক নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করা হয়।

তাঁর মন্ত্রালয় চত্বরে তাঁরই নিরাপত্তারক্ষীদের গুলি চালনার ঘটনায়  আজ সোমবার রণতুঙ্গাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র রুয়ান গুনশেখর।