অভিযুক্ত বন্দুকবাজ ৪৬ বছর বয়সী রবার্ট বোয়ার্সকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে আহত হয় সে। অভিযোগ, সিনাগগে গুলি চালানোর আগে সে হুঙ্কার ছাড়ে, সব ইহুদিদের মরতে হবে। পুলিশ জানিয়েছে, একটি এআর-১৫ রাইফেল থাকার পাশাপাশি তার কাছে বেশ কয়েকটি হ্যান্ডগান ছিল।
সিনাগগটি পিটসবুর্গের স্কুইরেল হিল এলাকায়, নাম ট্রি অফ লাইফ কনগ্রেগেশন সিনাগগ। একটি শিশুর নামকরণ উপলক্ষ্যে ভিড় হয়েছিল খুব। তখনই আচমকা চলে গুলি। তবে হতাহতদের মধ্যে কোনও শিশু নেই বলে খবর।
অভিযুক্ত এর আগেও অপরাধমূলক কাজ করেছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। তবে সোশ্যাল মিডিয়ায় বারবার ইহুদিদের বিরুদ্ধে তার বিষোদগারের প্রমাণ মিলেছে।
পুলিশ জানিয়েছে, বিশেষত ইহুদি ধর্মাবলম্বীদের টার্গেট করেই এই হত্যাকাণ্ড চালিয়েছে অভিযুক্ত। এখনও পর্যন্ত ধারণা, একাই গোটা হামলা ঘটিয়েছে সে। মার্কিন প্রেসি়ডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনা জঘন্য শয়তানি বলে মন্তব্য করেছেন। বলেছেন, এমন অকল্পনীয় ঘটনায় আমেরিকা সহ গোটা বিশ্ব স্তম্ভিত হয়ে গিয়েছে। মৃতদের সম্মানে মার্কিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখারও নির্দেশ দিয়েছেন তিনি।