মেলবোর্ন: মেলবোর্নে নিজের বাড়ির বহুতলের বারান্দা থেকে পড়ে মৃত্যু হল ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীর স্ত্রী সুপ্রজা শ্রীনিবাস এবং তাঁদের চার মাসের সন্তানের। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার মাসের শিশু ও তাঁর মায়ের। তাঁদের দেহ দুটি ২৯ তলা সিটি পয়েন্ট বিল্ডিংয়ের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।
সুপ্রজার পরিবারের লোক এখন তাঁদের দেহ ভারতে ফিরিয়ে আনার ভাবনা-চিন্তা করছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান সুপ্রজা আত্মহত্যা করেছেন।
সুপ্রজার স্বামী গনরাম শ্রীনিবাস টেক মহিন্দ্রায় কর্মরত আইটি ইঞ্জিনিয়ার। এই ঘটনার আকষ্মিকতায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এই দম্পতির পাঁচ বছরের শিশুকন্যাও আছে। এখনও পর্যন্ত এই মৃত্যুর ঘটনায় কারও বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
মেলবোর্নে বহুতল থেকে পড়ে মৃত্যু ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীর স্ত্রী ও ৪ মাসের শিশুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Jul 2016 10:29 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -