দুবাই: নিশিতা রাধাকৃষ্ণ পিল্লাই জীবন প্রায় এক লহমায় আমূল বদলে গেল। পেশায় চিকিত্সক কেরলের এই মহিলা প্রায় ১৭.৫ কোটি টাকার লটারি জিতে নিলেন। ৫০ বারের চেষ্টায় সংযুক্ত আরব আমির শাহীর এই লটারি জিতে উচ্ছ্বসিত নিশিতা।
নিশিতা বর্তমানে স্বামী ও দুই সন্তানের সঙ্গে আমেরিকার বোস্টনে রয়েছেন। দ্বিতীয় ব্যক্তি হিসেবে সংযুক্ত আরব আমিরশাহীর এই লটারিতে জিতলেন তিনি। ওই দেশে তিনি দু বছর শিশু চিকিত্সক হিসেবে কাজ করেছেন নিশিতা।
গত জুলাইয়ে জেনেটিক্সে ফেলোশিপ সম্পূর্ণ করার জন্য তিনি আমেরিকায় চলে আসেন। কিন্তু দূরত্ব খুব একটা বাধা হয়ে দাঁড়ায়নি। গত ছয়মাস ধরে নিশিতার স্বামী নিয়মিতভাবে অনলাইনে স্ত্রীর নামে সংযুক্ত আরব আমিরশাহীর এই জনপ্রিয় লটারির টিকিট কেটে আসছিলেন। ড্রতে জেতা পর্যন্ত ৫০ টি কুপন তিনি কিনেছিলেন।
নিশিতা জানিয়েছেন, তাঁর স্বামী প্রত্যেক ড্রয়ের জন্য ৫ টি করে টিকিট কাটতেন। সংযুক্ত আরব আমিরশাহীতে তাঁরা খুব ভালো সময় কাটিয়েছেন। সেখানেই ফিরে যাওয়ার পরিকল্পনা তাঁদের রয়েছে।
লটারির অর্থ নিয়ে কী করবেন, তা এখনও ঠিক করতে পারেননি পিল্লাই দম্পতি।
নিশিতা জানিয়েছেন, প্রায় মাঝরাতে লটারি জেতার সুসংসবাদ পান তাঁরা। খবরটা ঠিক কিনা, প্রথমে তো বিশ্বাসই হচ্ছিল না তাঁদের।
নিশিতা বলেছেন, লটারি কর্তৃপক্ষ তাঁর বাবাকে প্রথমে খবরটা দিয়েছিল। বাবা যখন ফোনে সে কথা জানান তখন নিশিতাদের মনে হয়েছিল, কেউ বোধহয় রসিকতা করছেন। পরে লটারি সংস্থার ওয়েবসাইট দেখে তাঁরা নিশ্চিত হন।
সাড়ে সতেরো কোটি টাকার লটারি জিতলেন ভারতীয় মহিলা ডাক্তার
ABP Ananda, web desk
Updated at:
06 Apr 2017 09:25 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -