লাহৌরে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ৭, আহত ১৯
Web Desk, ABP Ananda | 05 Apr 2017 05:45 PM (IST)
লাহৌর: দেড় মাসের মধ্যেই পাকিস্তানের লাহৌরে ফের আত্মঘাতী হামলা। জনগণনায় বেরিয়ে বিস্ফোরণে নিহত হলেন চার সেনা জওয়ান-সহ সাত জন। আহত হয়েছেন ১৯ জন। হামলার দায় স্বীকার করেনি কোনও পক্ষ। সেনাবাহিনীকে জনগণনার দায়িত্ব দিয়েছিল পাক প্রশাসন। সেই কাজ নিয়ে গাড়িতে করে বেরিয়েছিলেন জওয়ানরা। ব্যস্ত পূর্ব লাহৌরের বেদিয়ান রোডে আচমকাই ওই গাড়িতেই আত্মঘাতী বিস্ফোরণ ঘটাল এক জঙ্গি। পঞ্চাব প্রদেশের প্রশাসন সূত্রে খবর, ওই জঙ্গি পায়ে হেঁটে অথবা মোটর বাইকে করে এসেছিল। ব্যস্ত রাস্তায় সেনার গাড়িটিকে দাঁড় করিয়ে আচমকাই আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় ওই জঙ্গি। সেনার ওই গাড়ি সহ আরও একটি গাড়ি ও একটি মোটর বাইকও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর উদ্ধার কাজ শুরু করা হয়। ক্ষতিগ্রস্ত গাড়ি এবং মোটর বাইককে সরিয়ে নিয়ে যায় স্থানীয় পুলিশ। লাহৌর জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বাজার ও ব্যস্ত রাস্তায় পুলিশ পিকেট বসানো হয়েছে। কোনও জঙ্গি গোষ্ঠীই এখনও হামলার দায় স্বীকার করেনি। ঘটনার তীব্র নিন্দা করে পঞ্চাবের আইনমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, সেনা জওয়ানদেরই টার্গেট করেছিলেন আত্মঘাতী ওই জঙ্গি। ব্যস্ত রাস্তায় বিস্ফোরণ ঘটায় বেশ কয়েকজন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। দেড় মাসের মধ্যে এই নিয়ে লাহৌরে দ্বিতীয়বার আত্মঘাতী হামলা চালাল জঙ্গিরা। গত ২৩ ফেব্রুয়ারি আত্মঘাতী হামলায় ৮ জনের মৃত্যু হয়েছিল। আহত হন ৩০ জন। সেই ঘটনার পর ফের রক্তাক্ত হয়ে উঠল লাহৌর।