সিঙ্গাপুর: যোগের প্রশিক্ষণ দেওয়ার সময় এক মহিলার শ্লীলতাহানির দায়ে দোষী সাব্যস্ত হলেন জনৈক ভারতীয় যোগ প্রশিক্ষক। তাঁর ৯ মাস জেল হয়েছে, পাশাপাশি ১,০০০ সিঙ্গাপুরি ডলার জরিমানা। যদিও ১৬,০০০ সিঙ্গাপুরি ডলারের বিনিময়ে জামিন পেয়ে গিয়েছেন তিনি।


ওই যোগ প্রশিক্ষকের নাম রাকেশ কুমার প্রসাদ। তাঁর আইনজীবী জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে আবেদন করবেন তাঁরা।

জানা গিয়েছে, ২০১৫-র এপ্রিলে স্থানীয় ট্যাম্পাইনস হাউজিং এস্টেটে একটি যোগ স্টুডিওয় প্রসাদ ওই মহিলার শ্লীলতাহানি করেন। এ বছরের শুরুতে জেলা আদালত তাঁকে দুটি অভিযোগে দোষী সাব্যস্ত করে, প্রথমটি, শ্লীলতাহানি ও দ্বিতীয়টি, মহিলার ওপর অপরাধের উদ্দেশ্যে বলপ্রয়োগ করা। ২৫ বছরের ওই মহিলাকে একা পেয়ে প্রসাদ বারবার তাঁর শ্লীলতাহানি করেন বলে আদালত জানিয়েছে।

যদিও যোগ প্রশিক্ষকের আইনজীবীর দাবি, ওই সব স্পর্শ হালকা ছোঁয়া ছাড়া কিছু নয়।