নয়াদিল্লি: সৌদি আরবে একদল ভারতীয় কর্মীকে বন্দী করে রেখেছে একটি কোম্পানি। বেতন নিয়ে ঝামেলার জেরেই তাঁদের আটকে রাখা হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর সৌদি আরবের ভারতীয় দূতাবাস সংকটাপন্ন দেশের নাগরিকদের দেশে ফেরাতে উদ্যোগী হয়েছে।

এই ঘটনায় ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টানায়েক বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সাহায্য চান। এরপরই বিষয়টি হস্তক্ষেপ করেছে দূতাবাস।

জানা গেছে, ২৪ জন ভারতীয় কর্মীকে আটক রেখেছে সৌদি আরবের ওই কোম্পানি। তাঁদের মধ্যে ১২ জন শ্রমিক ওড়িশার। বাকিদের মধ্যে ৮ জন অন্ধ্রপ্রদেশের এবং চারজন তামিলনাড়ুর।

নবীন সুষমাকে ট্যুইট করে বলেন, সৌদি আরবে ওড়িশার শ্রমিকদের আটকে রাখার ঘটনায় তিনি খুবই উদ্বিগ্ন। আটকদের নিরাপদে দেশে ফেরানোর জন্য তিনি প্রধানমন্ত্রীর দফতর ও বিদেশমন্ত্রকের সাহায্যের আর্জি জানান ওড়িশার মুখ্যমন্ত্রী।

এই ট্যুইটের জবাবে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, আটক কর্মীদের দেশে ফেরাতে সংশ্লিষ্ট কোম্পানি ও এজেন্টদের সঙ্গে আলোচনা চলছে। খুব শীঘ্রই তাঁদের দেশে ফেরানো যাবে বলেও আশা প্রকাশ করেছে দূতাবাস।

আটকদের মুক্তির জন্য গৃহীত ব্যবস্থা সম্পর্কে মুখ্যমন্ত্রীকে জানাতে দূতাবাসকে নির্দেশ দিয়েছেন সুষমা।