নিউজিল্যান্ডের পুলিশ সূত্রে খবর, স্থানীয় সময় অনুযায়ী আজ দুপুর ২.১১ মিনিটে জেগে ওঠে আগ্নেয়গিরিটি। শুরু হয় অগ্ন্যুৎপাত। সেই সময় দ্বীপটিতে অন্তত ৫০ জন ছিলেন। তাঁদের মধ্যে ২০ জনেরও বেশি ছিলেন অস্ট্রেলিয়ার পর্যটক। এখনও পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে অনেকেরই শরীরের বিভিন্ন অংশ পুড়ে গিয়েছে। সাতজনের আঘাত গুরুতর। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দ্বীপটিতে এখন কতজন আছেন, সেটা স্পষ্ট নয়। উদ্ধারকার্য কখন শেষ হবে, সেটাও এখনই বলা যাচ্ছে না। নিউজিল্যান্ডের হোয়াইট আইল্যান্ডে অগ্ন্যুৎপাত, মৃত ৫
Web Desk, ABP Ananda | 09 Dec 2019 04:28 PM (IST)
নিউজিল্যান্ডের পুলিশ সূত্রে খবর, স্থানীয় সময় অনুযায়ী আজ দুপুর ২.১১ মিনিটে জেগে ওঠে আগ্নেয়গিরিটি।
ফাইল ছবি
ওয়েলিংটন: নিউজিল্যান্ডের হোয়াইট আইল্যান্ডে জেগে উঠল আগ্নেয়গিরি। এখনও পর্যন্ত অগ্ন্যুৎপাতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ বেশ কয়েকজন। বিষাক্ত ধোঁয়া ও ছাইয়ের ফলে উদ্ধারকার্যে সমস্যা হচ্ছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাকিন্দা আর্দার্ন জানিয়েছেন, তিনি পরিস্থিতির উপর নজর রাখছেন।