নিউজিল্যান্ডের পুলিশ সূত্রে খবর, স্থানীয় সময় অনুযায়ী আজ দুপুর ২.১১ মিনিটে জেগে ওঠে আগ্নেয়গিরিটি। শুরু হয় অগ্ন্যুৎপাত। সেই সময় দ্বীপটিতে অন্তত ৫০ জন ছিলেন। তাঁদের মধ্যে ২০ জনেরও বেশি ছিলেন অস্ট্রেলিয়ার পর্যটক। এখনও পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে অনেকেরই শরীরের বিভিন্ন অংশ পুড়ে গিয়েছে। সাতজনের আঘাত গুরুতর। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দ্বীপটিতে এখন কতজন আছেন, সেটা স্পষ্ট নয়। উদ্ধারকার্য কখন শেষ হবে, সেটাও এখনই বলা যাচ্ছে না।