ইন্সটাগ্রাম মডেল এবং নার্সিংয়ের ছাত্রী ক্যাটরিনা এলি জারুতস্কি। তাঁর সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন ধরনের সাহসী ফটোশ্যুটের ছবি। সম্প্রতি তিনি তাঁর বয়ফ্রেন্ড এবং পরিবারের সঙ্গে গিয়েছিলেন বাহামাস বেড়াতে। সেখানে জলের তলায় চলছিল ফটোশ্যুট। অত্যন্ত আত্মবিশ্বাসী ১৯ বছরের ক্যাটরিনা হাঙরের মাঝখানেই করছিলেন ফটোশ্যুট। আচমকা তাঁর হাত কামড়ে ধরে একটি 'নার্স হাঙর'। যদিও ক্যাট জানতেন, 'নার্স হাঙর'রা কামড়ায় না। বিশেষজ্ঞরা বলছে সেটা একেবারেই ভুল তথ্য।
এমনকি 'নার্স হাঙর'টি কামড়ে ক্যাটরিনাকে যখন জলের ভেতর টেনে নিয়ে যাচ্ছিল, সেইমুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।
যদিও কোনওমতে নিজেকে হাঙরের কবল থেকে ছাড়িয়ে জলের ওপর উঠে আসে ক্যাট। রক্তের গন্ধ যাতে কোনওভাবেই না পায় অন্য হাঙররা সেদিকে ছিল সতর্ক দৃষ্টি। তারপর সেখানকার এক স্থানীয় ক্লিনিকে চিকিতসা করিয়ে ফ্লোরিডা গিয়ে ডাক্তার দেখান ক্যাট। কারণ হাঙরের কামড় খুবই সাঙ্ঘাতিক। মৃত্যুও হতে পারে। দেখুন ছবি গুলি
ছবি সৌজন্যে ক্যাটরিনার ইন্সটাগ্রাম প্রোফাইল
জলের তলায় ফটোশ্যুট চলার সময় হাঙরের কামড় ইন্সটাগ্রাম মডেলকে, তারপর???
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Jul 2018 05:57 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -