বেজিং ও নয়াদিল্লি: চিনের আকাশসীমায় ঢুকে ভেঙে পড়ল ভারতীয় ড্রোন। প্রতিবাদে কূটনৈতিক স্তরে নয়াদিল্লির কাছে অভিযোগ দায়ের করল বেজিং।
চিনের বিদেশমন্ত্রক ও প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে, সম্প্রতি ভারতের একটি ড্রোন সীমান্ত পার করে চিনা আকাশসীমায় প্রবেশ করে। চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র গেং শ্যুয়াং বলেন, ওই ইউএভি (চালকবিহীন বিমান) চিনা আকাশসীমায় ঢুকে ভারত-চিন সীমান্ত লাগোয়া সিকিম সেক্টরে ভেঙে পড়ে। তিনি যোগ করেন, চিনের সীমান্ত বাহিনী 'পেশাদারি ও দায়িত্বশীল আচরণ' অনুযায়ী ওই যন্ত্রটির পরিচয় যাচাইয়ের কাজ করেছে।
এদিকে, নয়াদিল্লিতে প্রতিরক্ষামন্ত্রকের তরফে ঘটনার সত্যতা স্বীকার করা হয়। বলা হয়েছে, প্রযুক্তিগত সমস্যার জন্য গ্রাউন্ড কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে তা চিন-সীমান্তে ঢুকে যায়। বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে প্রোটোকল অনুযায়ী চিনা সেনার সঙ্গে যোগাযোগ করে ভারতীয় সামরিক বাহিনী। গোটা বিষয়টি জানানো হয়। জবাবে, ইউএভিটি কোথায় ভেঙে পড়েছে, তা জানিয়ে ফিরতি বার্তা দেয় চিন। প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে, কীকরে এই ঘটন ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, কয়েক মাস আগে ডোকলামে দুই প্রতিবেশী দেশ ভারত ও চিনের মধ্যে অচলাবস্থা দেখা দিয়েছিল। ওই এলাকায় চিনের রাস্তা নির্মাণে বাধা দেয় ভারতীয় সেনা। সীমান্ত গত কয়েক দশকে ভারত ও চিনের মধ্যে এত বড় সীমান্ত সংক্রান্ত উত্তেজনা আর দেখা যায়নি। শেষপর্যন্ত গত আগস্টে উভয় পক্ষই অচলাবস্থা কাটাতে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।