নয়াদিল্লি: এবার ওয়াঘা সীমান্তে ভারতের চেয়েও ৫০ ফুট উঁচু জাতীয় পতাকা ওড়াবে পাকিস্তান। পাকিস্তানের এই জাতীয় পতাকা হবে বিশ্বের অষ্টম বৃহত্তম।
পাক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের ওই পতাকার দৈর্ঘ্য  হবে ৪০০ ফুট, প্রস্থ ১২০ ফুট।
ওয়াঘা সীমান্তের উভয় পারেই জওয়ানদের প্যারেড ও দেশপ্রেমমূলক স্লোগান আকর্ষণের বিষয়। হাজার হাজার মানুষ প্রতিদিন তা দেখতে ভিড় জমান।
পাক সংবাদমাধ্যমে বলা হয়েছে, বিশ্বের অষ্টম বৃহত্তম এই পতাকা পাক জনগনের মধ্যে উত্সাহ ও উদ্দীপনার সঞ্চার করবে।
ওয়াঘা সীমান্তের কাছে যে জায়গায় পতাকাটি তোলা হবে সেখানকার গাছপালা পরিষ্কারের কাজ চলছে।
আটারিতে পঞ্জাব সরকার ভারতের যে জাতীয় পতাকা তুলেছে তার জন্য খরচ হয়েছে সাড়ে তিনশ কোটি টাকা। পাক রেঞ্জার্স ওই এলাকায় ভারতের জাতীয় পতাকা তোলায় আপত্তি জানিয়েছিল। তাদের বক্তব্য ছিল, ওই এলাকা সীমান্তের খুব কাছেই এবং তা আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের সামিল।