ওয়াশিংটন:  অসহিষ্ণুতা ও বেকারি ভারতের জাতীয় নিরাপত্তা ও উন্নতির ক্ষেত্রে গুরুতর সংকট তৈরি করেছে বলে মন্তব্য করলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী।


দুই সপ্তাহের সফরে আমেরিকায় রয়েছেন রাহুল। এখানে বিভিন্ন বৈঠক করেছেন তিনি। এরমধ্যে গণতন্ত্র-পন্থী থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর আমেরিকান প্রোগ্রোস আয়োজিত ভারত ও দক্ষিণ এশিয়া সংক্রান্ত বিশারদদের সঙ্গে একটি রাউন্ড টেবিল বৈঠকও করেন কংগ্রেস সহ সভাপতি। রাউন্ড টেবিলে ছিলেন থিঙ্ক ট্যাঙ্কের প্রধান নীরা ট্যান্ডন, ভারতে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রদূত রিচার্ড ভার্মা এবং হিলারি ক্লিন্টনের শীর্ষ প্রচার পরামর্শদাতা জন পোডেস্টার মতো ব্যক্তিত্বরা।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের এশিয়া বিভাগের প্রধান লিসা কার্টিস রাহুলের সঙ্গে প্রাতঃরাশ বৈঠক করেন। সেখানে ট্রাম্প প্রশাসনের আধিকারিকরা ভারত-মার্কিন সম্পর্ক এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক সদ্য ঘোষিত আফগানিস্তান ও দক্ষিণ এশিয়া নীতির ব্যাপারে কংগ্রেস সহ সভাপতির মতামত জানতে চান।

ইউএস ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের আয়োজিত অনুষ্ঠানে মার্কিন চেম্বার্স অফ কমার্সের প্রেসিডেন্ট তথা সিইও টমাস জি দোনোহিউ রাহুল ও অন্যান্য কংগ্রেস নেতাদের সঙ্গে দেখা করেন। বৈঠকে রাহুল মোদী সরকারের কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে অক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেছেন, এ জন্য তাঁর মনে হয় যে, দেশ একটা বিপজ্জনক পরিস্থিতির দিকে এগোচ্ছে।

ওয়াশিংটন পোস্টের সম্পাদকীয় বোর্ডের সঙ্গেও অঘোষিত আলাপচারিতা করেন রাহুল। সেখানে বিশ্বজুড়ে অসহিষ্ণুতার বাড়বাড়ন্তে নিজের ক্ষোভের কথা জানান।

সন্ধেয় তিনি রিপাবলিকান দলের স্ট্র্যাটেজিস্ট পুনীত আলুওয়ালিয়ার সঙ্গে বৈঠক করেন। ভার্জিনিয়ার গভর্নরের সঙ্গেও রাহুল দেখা করেছেন বলে মনে করা হচ্ছে।

ওই বৈঠকগুলিতে অংশগ্রহণকারীরা সহমত যে, বেকারি ও অসহিষ্ণুতাকেই ভারতের কেন্দ্রীয় সমস্যা বলে মনে করছেন রাহুল।

যাঁরা রাহুলের সঙ্গে বৈঠক করেছেন তাঁরা কংগ্রেস সহ সভাপতির ধ্যানধারণা, চিন্তাভাবনার স্বচ্ছতা ও সাবলীলতায় প্রভাবিত হয়েছেন বলে দাবি করেছেন অন্যতম সফরসঙ্গী স্যাম পিত্রোদা।