তেহরান: ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ফের জিতলেন হাসান রাওহানি। দ্বিতীয় বারের জন্য চার বছর প্রেসিডেন্ট পদে থাকার ছাড়পত্র পেলেন তিনি। তাঁকে জয়ী বলে ঘোষণাও হয়ে গিয়েছে ইরানের সরকার পরিচালিত টেলিভিশনে। সম্প্রচারিত সংক্ষিপ্ত বিবৃতিতে জয়ের জন্য অভিনন্দন জানানো হয়েছে তাঁকে।


প্রাথমিক ভোটের ফল অনুসারে ৩ কোটি ৮৯ লক্ষ ভোট গণনা হয়ে গিয়েছে। ২ কোটি ২৮ লক্ষ ভোট পেয়ে এগিয়ে ছিলেন রাওহানি। ৫ কোটির বেশি বৈধ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪ কোটির বেশি। তাঁর কট্টরপন্থী প্রতিদ্বন্দ্বী ইব্রাহিম রাইসি পেয়েছেন ১৫ লক্ষ ৫০ হাজারের মতো ভোট। শেষ খবর, রাওহানি পেয়েছেন ৫৭ শতাংশ ভোট, ২ কোটি  ৩৫লক্ষ ভোট। রাইসির প্রাপ্ত ভোট ৩৮.৩ শতাংশ বা ১ কোটি ৫৮ লক্ষ।

৬৮ বছর বয়সি রাওহানির পরিচিত মধ্যপন্থী, উদার মৌলবী হিসাবে। ২০১৫ সালে বিশ্বশক্তিগুলির সঙ্গে পরমাণু চুক্তি করেছিলেন তিনি। বাইরের বিশ্বের সঙ্গে ইরানের যোগাযোগ আরও নিবিড় করার কর্মসূচি তাঁর। পাশাপাশি দেশবাসীকে আরও স্বাধীনতা, উদার গণতন্ত্রের স্বাদ দিতে চান তিনি। দ্বিতীয় বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ফলে তিনি সেই লক্ষ্যে আরও পদক্ষেপ করতে পারবেন।





বিজয়ী ইরানি প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদী ট্যুইটারে বার্তা দিয়েছেন সহযোগিতা দৃঢ় করার। ইংরেজি ও পারসিক ভাষায় প্রধানমন্ত্রীর বার্তায় বলা হয়েছে, আমার বন্ধু প্রেসিডেন্ট হাসান রাওহানিকে পুনর্নির্বাচিত হওয়ার জন্য গভীরতম অভিনন্দন জানাই। ইরানের সঙ্গে আমাদের যে বিশেষ বন্ধুত্ব আছে, তা আরও শক্তিশালী করায় দায়বদ্ধ ভারত।

 



প্রেসিডেন্ট রাওয়ানির সচল নেতৃত্বের জোরে ইরান নতুন নতুন লক্ষ্য পূরণ অব্যাহত রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।