প্রায় ৯ মাস ধরে মসুলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে আইএস-এর যুদ্ধ চলেছে। তিন বছর আগে এই শহরের দখল নিয়েছিল আইএস। এতদিন পরে তাদের হাত থেকে মসুল পুনরুদ্ধার করল ইরাকের সেনাবাহিনী। প্রধানমন্ত্রীর দফতর যখন জয় ঘোষণা করেছে, তখনও অবশ্য মসুলের বিভিন্ন প্রান্তে গোলাগুলি ও বিমানহানার খবর মিলেছে। তবে আইএস যে মসুলের দখল হারিয়েছে, সে বিষয়ে কোনও সংশয় নেই।
ইরাকের পাশাপাশি সিরিয়াতেও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সেনা জোটের আক্রমণে ক্রমশঃ জমি হারাচ্ছে আইএস। গত বছরের অক্টোবর থেকে মসুল পুনরুদ্ধারে ঝাঁপায় ইরাকের সেনাবাহিনী। এ বছরের জানুয়ারিতে মসুলের পূর্বদিক দখল করার পর ফেব্রুয়ারি থেকে পশ্চিম দিক দখলের লক্ষ্যে লড়াই শুরু করে সেনাবাহিনী। প্রাণ বাঁচাতে পালাতে শুরু করেছে জঙ্গিরা। তাদের হত্যা করছে সেনাবাহিনী। এখনও পর্যন্ত ৩০ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইরাকের সেনাবাহিনী। সিরিয়ার রাকা শহরেও পিছু হঠতে বাধ্য হচ্ছে আইএস।