ইসলামাবাদ: পাকিস্তান গতকালের পর আজ ফের তলব করল ভারতের ডেপুটি হাইকমিশনার জে পি সিংহকে। তাঁকে পাক বিদেশমন্ত্রকে তলব করেন ডিরেক্টর জেনারেল (দক্ষিণ এশিয়া ও সার্ক) মহম্মদ ফয়সল।
পাক বিদেশমন্ত্রক বিবৃতিতে বলেছে, বিনা প্ররোচনায় ভারতের সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ফলে আরও বেশ কয়েকজন নিরস্ত্র মানুষের মৃত্যু হয়েছে নিয়ন্ত্রণ রেখায়। তার নিন্দা ও প্রতিবাদ করতেই তলব করা হয় ভারতীয় ডেপুটি হাই কমিশনারকে।
পাক বিদেশমন্ত্রকের মুখপাত্রের দাবি, গতকাল ভারতীয় সেনার গুলিতে চিরিকুট ও সাতওয়াল সেক্টরে আরও তিন সাধারণ নাগরিক নিহত হন। সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫। একজন পুরুষ, বাকিরা মহিলা।
ভারতীয় ডেপুটি হাইকমিশনারকে ফয়সল বলেন, নিরস্ত্র মানুষকে ইচ্ছা করে নিশানা করা অবশ্যই নিন্দার, মানব মর্যাদার পরিপন্থী ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের বিরোধী।
গতকাল তলব পেয়ে জে পি সিংহ পাক বিদেশমন্ত্রকে গিয়ে অবশ্য ফয়সলকে বলে আসেন, যুদ্ধবিরতি প্রথম ভেঙেছে পাকিস্তানি সেনারা, পুঞ্চ ও কৃষ্ণঘাটি সেক্টরে। ভারতীয় বাহিনী শুধু তার যোগ্য জবাব দিয়েছে। গতকাল পাক সেনার গুলিতে দুই ভারতীয় নাগরিকের মৃত্যুরও তীব্র প্রতিবাদ করেন তিনি।
পাক ডিজি ভারতকে ২০০৩ সালের যুদ্ধবিরতি চুক্তি মেনে ভারতকে তা লঙ্ঘনের ঘটনাগুলি খতিয়ে দেখার আবেদন করেন, ভারতীয় বাহিনীকে ওই চুক্তি অক্ষরে অক্ষরে মেনে চলতে ও নিয়ন্ত্রণ রেখায় শান্তি বজায় রাখার নির্দেশ দিতেও অনুরোধ করেন।
যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ, রবিবারও ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব পাক বিদেশমন্ত্রকের
Web Desk, ABP Ananda
Updated at:
09 Jul 2017 05:31 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -