সাইট ইন্টেলিজেন্স গোষ্ঠী জানিয়েছে, আইএসআইএস ঘনিষ্ঠ সংবাদ সংস্থা ‘আমক’ আরবি ভাষায় প্রচারিত এক সংক্ষিপ্ত বার্তায় বলেছে, পাবনায় ওই আশ্রম কর্মীকে খুন করেছে আইএসআইএস।
নিহত নিত্যরঞ্জন পাণ্ডে (৬০) গত ৪০ বছর ধরে পাবনা জেলার হেমায়েতপুর উপজেলায় অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমে কাজ করতেন। শুক্রবার সকালে সেই আশ্রম থেকে মাত্র ২০০ গজ দূরে সকালবেলা হাঁটতে বেরিয়ে খুন হন তিনি। বেশ কয়েকজন মিলে ম্যাচেটের কোপ মেরে তাঁকে খুন করে।
বাংলাদেশে সম্প্রতি ধর্মনিরপেক্ষ ও ধর্মীয় সংখ্যালঘু ব্যক্তিদের উপর আক্রমণের ঘটনা বেড়েই চলেছে। কয়েকদিন আগেই এক পুরোহিত এবং এক খ্রিস্টান ব্যক্তিকে খুন করা হয়েছে। এছাড়া সন্ত্রাস দমনে বিশেষ ভূমিকা পালন করা এক পুলিশ আধিকারিকের স্ত্রীকেও খুন হতে হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে বেশ কয়েকজন সংখ্যালঘুকে খুন করা হয়েছে। তাছাড়া ১ মে থেকে এখনও পর্যন্ত খুন হয়েছেন ৮ জন।
যে আশ্রমে নিত্যরঞ্জন থাকতেন সেখানে গিয়ে সন্ন্যাসীদের সঙ্গে দেখা করেছেন রাজশাহীর ভারতীয় উপ দূতাবাসের সহকারী হাই কমিশনার সন্দীপ মিত্র।
এই হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে জঙ্গি দমনে কঠোর ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ সরকার। দেশজুড়ে ধরপাকড় শুরু হয়েছে। এখনও পর্যন্ত জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত সন্দেহে ১,৭৪০ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে নিষিদ্ধ জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ সংগঠনের সদস্যরাও আছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।