ওয়াশিংটন: শিশুদের জন্য এবার মোবাইল অ্যাপ লঞ্চ করল জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট। শৈশবেই তাদের মধ্যে জেহাদি ভাবাদর্শ ঢুকিয়ে দিতে এই নয়া পরিকল্পনা আইএসের।
অ্যাপটির মাধ্যমে শেখানো হবে আরবি বর্ণমালা, শব্দভাণ্ডার শেখানো হবে ছোট ছোট বাচ্চাদের। নিষ্পাপ মনে ঢুকিয়ে দেওয়া হবে ‘ট্যাঙ্ক’, ‘গান’, ‘রকেট’ –এর মতো শব্দগুলি।
একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মূলত শিশুদের আরবি ভাষায় উদ্বুদ্ধ করতেই ‘লাইব্রেরি অফ জিল’ নামে একটি অ্যাপ্লিকেশন চালু করেছে আইএস। ইসলামিক স্টেট টেলিগ্রাম চ্যানেলস্ এবং অন্যান্য ফাইল শেয়ারিং ওয়েবসাইটের মাধ্যমেই এই অ্যাপটি চালু করে তারা।
খেলার মাধ্যমে এই অ্যাপের সাহায্যে শেখা যাবে বিশেষ আরবি শব্দ, যেগুলির সঙ্গে যোগ রয়েছে সন্ত্রাসবাদী কার্যকলাপের। শেখা যাবে জেহাদি ইসলামের গান। অ্যাপটির বিভিন্ন ছবি প্রকাশ্যে এসেছে। দেখা গিয়েছে, ইমেজগুলি বেশ রঙিন। সহজেই শিশুদের মন কাড়বে। এছাড়াও থাকবে এমন কিছু ভিডিও, যেখানে শিশুরাই সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত। তাদেরই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাদের দিয়েই মুণ্ডচ্ছেদ করানো হচ্ছে।
‘ট্যাঙ্ক’, ‘গান’, ‘রকেট’, শিশুদের জন্য মোবাইল অ্যাপ আইএসের!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 May 2016 01:26 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -