তেল আভিভ:মদ্যপান করে প্রায় বেহুঁশ এক কিশোরী হোটেলের ঘরের শয্যায়। আর তাকে ধর্ষণ করার জন্য ঘরের বাইরে লাইন দিয়ে অপেক্ষায় লালসা চরিতার্থকারীরা। জনা তিরিশেক যুবক এভাবেই কিশোরীর উপর পাশবিক অত্যাচার চালালো। এই নারকীয় ঘটনাটি ঘটেছে দক্ষিণ ইজরায়েলের উপকূলীয় শহর ইলাতে।

এই ঘটনার প্রতিবাদে উত্তাল ইজরায়েলের বিভিন্ন শহর। ঘটনার    তীব্র নিন্দা করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ট্যুইট করে তিনি বলেছেন, 'এই ঘটনা মানবতার বিরুদ্ধে অপরাধ। দোষীদের উপযুক্ত সাজা দেওয়া হোক'। অপরাধীদের কঠোর সাজার দাবি তুলেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও মহিলা সংগঠন। পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ ধরে এখনও পর্যন্ত এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

স্থানীয় পুলিশের সূত্রে জানা যাচ্ছে, মেয়েটি ওই রিসর্টে কয়েকজনের সঙ্গে সেখানকার বারে মদ্যপান করতে গিয়েছিল। এর পর সেখানকার শৌচগারে যাওয়ার প্রয়োজন অনুভব করে সে। সেখানেই একজন তাকে আলাদা ঘরে নিয়ে যায়। এর পর তাকে লাগাতার ধর্ষণ করে। কিশোরীর এক বন্ধু জানিয়েছে, অতিরিক্ত মদ্যপানের ফলে মেয়েটি বাধা দেওয়ার মতো অবস্থায় ছিল না। ধর্ষকরা তারই সুযোগ নিয়েছে। ধর্ষণ করার খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো লাইন পড়ে যায় ধর্ষকদের মধ্যে। একজন করে ভিতরে ঢুকে ওই কিশোরীর ওপর নির্যাতন করেছে। অনেক ধর্ষক আবার সেই ভিডিয়ো করে রেখেছে। অন্তত ৩০ জন ধর্ষণ করেছে বলে জানা গিয়েছে।