ইসলামাবাদ: আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত বা আইসিজের কূলভূষণ যাদব সংক্রান্ত রায়ে ক্ষুব্ধ পাকিস্তান। ভারতকে জবাব দিতে এবার তারা আইসিজেতে কাশ্মীর প্রসঙ্গ তোলার ব্যাপারে চিন্তাভাবনা করছে।


পাক বিদেশ মন্ত্রক সূত্রে খবর, নওয়াজ শরিফ সরকার নাকি এবার কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা ভাবছে।

সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বিতর্কিত মার্কণ্ডেয় কাটজু মন্তব্য করেন, কূলভূষণ ইস্যুতে আইসিজে-তে না গেলেই ভাল করত ভারত কারণ পাকিস্তানও এবার ওই আদালতে কাশ্মীর নিয়ে হইচই পাকাতে পারে। মন্তব্যটি লুফে নিয়ে পাক প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ হুমকির ছলে বলেছেন, জাতীয় স্বার্থ ও নিরাপত্তার প্রশ্নে তাঁদের সরকার কোনও আপস করবে না।

কূলভূষণ মামলায় আইসিজের কথা যে তারা শুনবে না, এমন ইঙ্গিত আগে থাকতেই দিয়ে রেখেছে পাকিস্তান। পাক অভ্যন্তরীণ মন্ত্রী চৌধুরি নিসার আলি খান বলেছেন, ওই মামলার পাকিস্তানি আইন ও সংবিধানমত সমাপ্তি ঘটবে।

দেশের মধ্যেও কূলভূষণ কাণ্ডে পাক সরকারের ওপর চাপ বাড়ছে। বিরোধীরা অভিযোগ করেছে, কূলভূষণকে বাঁচানোর জন্য ষড়যন্ত্র করেছে পাক সরকার। এই মর্মে পাক পঞ্জাব প্রদেশের বিধানসভায় একটি প্রস্তাবও পেশ করে তারা।