নাচতে নারাজ মহিলা ড্যান্সারকে চড় যুবকের, দেখুন এরপর কী হল
ABP Ananda, web desk | 21 May 2017 10:08 AM (IST)
নয়াদিল্লি: আত্মপ্রকাশের একটা মাধ্যম হল নৃত্য। একঘেঁয়েমি দূর করতে দারুন কার্যকর এই শিল্প। কোনও যুগলের নাচ অনেক সময় তৈরি করে রোম্যান্টিক মুহুর্ত তৈরি করে। কিন্তু নৃত্য নিয়ে কোনও শিল্পসুষমা নয়, জবরদস্তির একটি ঘটনা প্রকাশ্যে এল। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটা জায়গায় অনেকেই একসঙ্গে নাচছেন। আচমকাই এক ব্যক্তি একজন ড্যান্সারকে জোর করে তাঁর সঙ্গে নাচার জন্য টানাহ্যাঁচড়া শুরু করেন। অস্বীকার করলেও ড্যান্সারের গালে সপাটে চড় কষিয়ে দেন ওই ব্যক্তি। ওই ড্যান্সার চিনা মহিলা বলে জানা গেছে। এরপরে যা ঘটল তার জন্য বোধহয় তৈরি ছিলেন না ওই ব্যক্তি। ওই মহিলা যা করলেন, তা দেখে তাঁকে বাহবা দিতেই হয়। লেখক, তারেক ফাতাহ এই ভিডিও ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, এক ‘পাক’ পুরুষকে কুংখুর স্বাদ বোঝালেন চিনা ড্যান্সার। তবে প্রথমে ভিডিওটি যিনি পোস্ট করেন তিনি @JPY_Kurdish। তিনি অবশ্য ওই ব্যক্তি কোথাকার তা জানাননি। যাই হোক না কেন, নেটিজেনরা ওই ব্যক্তি সম্পর্কে একেবারেই অনাগ্রহী। তাঁরা বাহবা দিচ্ছেন ওই মহিলাকে। ভিডিওটি কোথাকার তা স্পষ্ট নয়। কিন্তু মহিলাটি যেভাবে ওই ব্যক্তিকে লাথি-ঘুঁসি মেরে সবক শেখালেন, তা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের নজর কেড়েছে।