রোম:  অভিযোগকারিনী মহিলা আর্ত চিৎকার করেননি বা কারুর সাহায্য চাননি। এই যুক্তিতে ধর্ষণের মামলায় অভিযুক্তকে অব্যাহতি দিল ইতালির একটি আদালত। এ ধরনের আজব রায়ে বিতর্কের ঝড় উঠেছে। এরই পরিপ্রেক্ষিতে ইতালির আইনমন্ত্রী মামলাটি খতিয়ে দেখার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। ইতালিয় সংবাদসংস্থা এএনএসএ জানিয়েছে, আইনমন্ত্রী অ্যান্দ্রে ওরল্যান্ডো মন্ত্রকের পর্যবেক্ষকদের মামলাটির খুঁটিনাটি খতিয়ে দেখতে বলেছেন।
তুরিনের একটি আদালত গত মাসে এই আজব রায় দিয়েছিল। এক ব্যক্তি তার সহকর্মীকে ধর্ষণ করে বলে অভিযোগ দায়ের করা হয়। কিন্তু মামলার রায় দিতে গিয়ে আদালত বলে, ধর্ষণের সময় ওই মহিলা যে কথা বলেছিলেন, তার থেকে প্রমাণ হওয়া খুব কঠিন যে তাঁকে যৌন নিগ্রহ করা হয়েছিল। আদালতের নির্দেশে আরও স্পষ্ট করে বলা হয়, ওই মহিলা আর্ত চিৎকার করেননি বা তাঁকে রক্ষা করার জন্য কারুর সাহায্য চাননি।
আদালতের এই রায়কে তীব্র কটাক্ষ করেছেন মধ্য-ডানপন্থী ফোরজা ইতালিয়ার বিরোধী জনপ্রতিনিধি অ্যান্নাগ্রাজিয়া কালাবেরা। তিনি বলেছেন, এই রায়ে তো ভয়াবহ ঘটনায় ওই মহিলার অনুভূতিকেই শাস্তি দেওয়া হল।
ইতালির মহিলা সংগঠনগুলিও রায়ের নিন্দায় সরব হয়েছে।