১,৭০০ গরুর বাবা, নিউজিল্যান্ডে ফাদার্স ডে-তে ষাঁড়কে নিয়ে উৎসব
Web Desk, ABP Ananda | 04 Sep 2017 03:24 PM (IST)
ছবি সৌজন্যে রসমোর ডেয়ারি
অকল্যান্ড: রবিবার নিউজিল্যান্ডে ছিল ফাদার্স ডে। দেশজুড়ে পালিত হয় দিনটি। তবে শুধু মানব বাবাদের নিয়েই উৎসব হয়নি, এক মনুষ্যেতর বাবাকেও সামিল করা হয়েছিল এই উৎসবে। এই প্রাণীটি হল ষাঁড়। তার নাম সিয়েরা। সাত বছর বয়সি এই ষাঁড়টি ইতিমধ্যেই ১,৭০০ গরুর বাবা হয়ে গিয়েছে। আগামী তিন বছরে সে ৮০ হাজারেরও বেশি গরুর জনক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। সিয়েরাই নিউজিল্যান্ডে প্রজননের ক্ষেত্রে সেরা। সিয়েরার মালিক সাইন ওয়ার্থ বলেছেন, ‘সিয়েরার সন্তানদের দেখেই তার জিনের প্রমাণ পাওয়া যায়। ও খুব ভাল ষাঁড়। ও সেরা। আমরা কৃত্রিম উপায়ে প্রজননের ব্যবস্থা করেছি। তবে তাতে কোনও সমস্যা হচ্ছে না। সিয়েরা এক লক্ষেরও বেশি সন্তানের বাবা হতে চলেছে। ও বাবা হিসেবে অসাধারণ।’