নিউইয়র্ক:  মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা শুরুর আগে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে নিউইয়র্কে দেখা করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কন্যা এবং পরামর্শদাতা ইভাঙ্কা ট্রাম্প। সূত্রের খবর, বৈঠকে ইভাঙ্কা ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে বাণিজ্যে মহিলাদের ভূমিকা এবং দুদেশের মধ্যে কর্মসংস্থান নিয়েও কথা বলেছেন। আসন্ন নভেম্বরেই ভারতে অনুষ্ঠিত হওয়া বিশ্ব বাণিজ্য সম্মেলনে আমেরিকার প্রতিনিধি হিসেবে এদেশে আসছেন ইভাঙ্কা। তাঁর আগে এই বৈঠক যথেষ্ট ফলপ্রসূ বলে টুইটে মন্তব্য করেছেন তিনি।





নভেম্বরের ২৮ থেকে ৩০ তারিখ হায়দরাবাদে আমেরিকা এবং ভারত যৌথভাবে বাণিজ্য সম্মেলনটি আয়োজন করতে চলেছে। এই সম্মেলনে জাতীয় এবং আন্তর্জাতিক স্তর থেকে বহু ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং কর্পোরেট দুনিয়ার প্রতিনিধিরা আসবেন। তবে টুইটারে শুধু বৈঠক ফলপ্রসূ হওয়ার কথাই বলে থেমে যাননি ইভাঙ্কা। ভারতের বিদেশমন্ত্রীর উচ্চ প্রশংসাও করেছেন তিনি। তাঁকে একজন দক্ষ বিদেশমন্ত্রীর আখ্যা দিয়ে প্রেসিডেন্ট কন্যা বলেছেন, তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে তিনি সম্মানিত।

 




ভারতীয় দূতাবাস সূত্রে খবর, রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা উপলক্ষে এই সপ্তাহটা নিউইয়র্কেই থাকবেন স্বরাজ। সেখানে তাঁর বিভিন্ন নেতা-নেত্রীর সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক এবং ত্রিপাক্ষিক বৈঠক করারও কথা রয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তব্য রাখরা পর ভারতে ফিরবেন সুষমা।