টোকিও: জাপানে ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা। দেশের উত্তরপশ্চিমে আজ প্রবল কম্পন অনুভূত হয় যার রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.৮। জাপানের আবহাওয়া দপ্তর সংক্রান্ত এজেন্সি জানিয়েছে, টোকিওর উত্তরে জাপান সমুদ্র উপকূলে এক মিটার (তিন ফুট) উঁচু জলস্রোত আছড়ে পড়তে পারে। জাপানের সরকারি সম্প্রচার সংস্থা এনএইচকে-র খবর, আগাম সতর্কতা হিসাবে, ওই অঞ্চলে বুলেট ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে। প্রায় ২০০টি বাড়ি বিদ্যুত্হীন হয়ে পড়েছে বলেও জানিয়েছে তারা। দেশের উত্তরপশ্চিমের নিগাতা ও ইয়ামাগাতা উপকূলরেখায় ইতিমধ্যে সুনামির ঢেউ আছড়ে পড়েছে বলে অনুমান আবহাওয়া এজেন্সির। যদিও ভূমিকম্পের উত্সস্থলের কাছে থাকা পরমাণু বিদ্যুত চুল্লিগুলিতে কোনও অস্বাভাবিকতা ধরা পড়েনি বলে খবর এনএইচকে-র। জাপানের নিজস্ব কম্পনের মাত্রা নির্ধারণের স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৬, যা বেড়ে ৭ পর্যন্ত হতে পারে।


জাপান রয়েছে প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ বা অগ্নিবলয়ের মধ্যে, যেখানে ভূমিকম্প, আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুত্পাত ধরা পড়ে। গত জুনে ওসাকা কাঁপিয়ে দিয়েছিল এক প্রবল ভূমিকম্প, যাতে ৫ জনের মৃত্যু, সাড়ে ৩০০ বেশি লোক জখম হয়।
২০১১-র ১১ মার্চ প্রশান্ত মহাসাগরের গভীরে ভয়ঙ্কর কম্পন হয়, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৯। এর জেরে সৃষ্ট বিধ্বংসী সুনামিতে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়।