‘ভারতবন্ধু’ হিসেবে পরিচিত ম্যাককেন তরুণ বয়সে মার্কিন নৌবাহিনীর অফিসার হন। ভিয়েতনামের যুদ্ধে তিনি বন্দি হন। ভিয়েতনামের কারাগারে পাঁচ বছরেরও বেশি সময় ধরে তাঁর উপর অত্যাচার চলে। পরবর্তীকালে মার্কিন রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে ওঠেন তিনি। তিনি বরাবরই ভারতের প্রশংসা করতেন। ২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওয়াশিংটন সফরের সময় একটি মার্কিন সংবাদমাধ্যমের সম্পাদকীয়তে তিনি লেখেন, ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হওয়ায় তিনি খুশি। খুব কম দেশকেই তিনি এত দ্রুত উন্নতি করতে দেখেছেন তিনি।
বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচক ছিলেন ম্যাককেন। তবে তাঁর প্রয়াণে ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন ট্রাম্প।