ইসলামাবাদ: মুম্বইয়ে ২৬/১১ হামলার মূল চক্রী নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদের রাজনৈতিক দল পাকিস্তানে স্বীকৃতি পেতে পারে। ইসলমাবাদ হাইকোর্টের নির্দেশে তেমনই ইঙ্গিত মিলেছে। এর আগে পাকিস্তানের নির্বাচন কমিশন হাফিজের রাজনৈতিক দল মিলি মুসলিম লিগের (এমএমএল) নথিভুক্তির আবেদন বাতিল করে দিলেও, হাইকোর্ট সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছে।
গত বছরের ১১ অক্টোবর হাফিজের রাজনৈতিক দলের নথিভুক্তির আর্জি খারিজ করে দেয় পাকিস্তানের সুপ্রিম কোর্ট। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন এমএমএল-এর সভাপতি সৈফুল্লা খালিদ। এই মামলায় নির্বাচন কমিশন ও অভ্যন্তরীণ মন্ত্রকের সচিবকে যুক্ত করা হয়। আবেদনে বলা হয়, ‘সংবিধানের ১৭ (২) ধারায় বলা হয়েছে, পাকিস্তানের অখণ্ডতা ও সার্বভৌমত্বের পক্ষে যদি বিপজ্জনক না হন, তাহলে সব নাগরিকেরই কোনও রাজনৈতিক দলের সদস্য হওয়ার অধিকার আছে।’ এই আবেদনের পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার নির্দেশ দিয়েছে আদালত।
সম্প্রতি পাকিস্তানের অন্য একটি আদালত হাফিজের সম্ভাব্য গ্রেফতারির উপর ৪ এপ্রিল পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে। এরপরেই এই জঙ্গি নেতার রাজনৈতিক দলের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা তৈরি হল। এ বছরই পাকিস্তানে সাধারণ নির্বাচন। সেই নির্বাচনে লড়াই করার ইচ্ছাপ্রকাশ করেছেন হাফিজ। তাঁর রাজনৈতিক দল স্বীকৃতি পেলে প্রার্থী হতে দেখা যেতে পারে তাঁকে।
স্বীকৃতি পাবে হাফিজ সইদের রাজনৈতিক দল?
Web Desk, ABP Ananda
Updated at:
09 Mar 2018 09:09 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -