লাহোর: কাশ্মীরের সাম্প্রতিক অশান্তিতে আহতদের চিকিত্সা করে ওষুধপত্র দেওয়ার জন্য ভারতে আসতে চেয়ে ভিসার আবেদন জানাচ্ছে মুম্বই সন্ত্রাসবাদী হামলার মাথা হাফিজ সঈদের জামাত-উদ-দাওয়ার মুসলিম মেডিকেল মিশনের ৩০ জন ডাক্তার, স্বাস্থ্যকর্মীর একটি দল। আহমেদ নাদিম নামে জামাতের এক কর্মকর্তা এ কথা জানিয়ে বলেছেন, কাশ্মীরে গিয়ে দলটি ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে আহতদের শুশ্রুষা করতে চায়।  দলে চক্ষু বিশেষজ্ঞরাও আছেন। সংঘর্ষে চোখে আঘাত পাওয়া লোকজনের চিকিত্সা করবেন তাঁরা।

 

কিন্তু বর্তমান ভারত-পাক সম্পর্কের পরিপ্রেক্ষিতে মুম্বই হামলার মস্তিষ্ক বলে চিহ্নিত সঈদের সংগঠনের মেডিকেল টিমের কাশ্মীর যাওয়ার আবেদন কীভাবে মানবে ইসলামাবাদের ভারতীয় দূতাবাস?  নাদিম বলেন, এ ব্যাপারে পাক সরকারের সহায়তা চাইবে মুসলিম মেডিকেল মিশন।

 

এদিকে ভারত সরকার তাঁদের মেডিকেল টিমকে শ্রীনগর যাওয়ার অনুমতি না দিলে বিক্ষোভ দেখানোর হুমকি দিয়েছেন মিশনের প্রেসিডেন্ট প্রফেসর ডাঃ জাফর চৌধুরি। তাঁর দাবি, ভারত সরকার কাশ্মীরে আহতদের যথাযথ চিকিত্সার ব্যবস্থা করছে না। তিনজন ভারতীয় ডাক্তারের একটি দলকে আহতদের চিকিত্সা না করেই শ্রীনগর থেকে ফিরে আসতে হয়েছে। তাই জখম কাশ্মীরীদের কাছে যাওয়া আমাদের কর্তব্য।

ইতিমধ্যেই কাশ্মীরে হিংসা, অশান্তির জন্য ভারতকে দায়ী করে মিছিল নিয়ে লাহোর থেকে ওয়াগা পর্যন্ত মিছিল নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রায় ৪০টি ধর্মীয় সংগঠনের জোট দফা-ই-পাকিস্তান কাউন্সিল। জোটে জামাতই মূল শক্তি।