এই ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের প্রভিডেন্স মিউনিসিপ্যাল কোর্টে। বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও প্রথমে জ্যাকব নামে ওই শিশুর সঙ্গে কিছুক্ষণ গল্প করেন। তারপর তাকে তার বাবার অপরাধের বিচার করতে বলেন। তারই উত্তরে চমক লাগিয়ে দেয় জ্যাকব। সোশ্যাল মিডিয়ায় আদালতের এই সওয়াল-জবাব পর্ব ভাইরাল। বাবাকে কী সাজা দেব? ৫ বছরের খুদেকে প্রশ্ন বিচারকের, জবাবে সে কী বলল দেখুন
Web Desk, ABP Ananda | 31 May 2017 09:55 PM (IST)
নিউ ইয়র্ক: রাস্তায় ভুল জায়গায় গাড়ি পার্কিং করেছিলেন এক ব্যক্তি। আদালতে তিনি পাঁচ বছরের ছেলেকে নিয়ে হাজির হয়েছিলেন। সেই বাচ্চাটিকেই বিচারক প্রশ্ন করেন, তার বাবাকে কী সাজা দেওয়া হবে? তিনি বলেন, ‘তোমার বাবাকে ৯০ মার্কিন ডলার বা ৩০ মার্কিন ডলার জরিমানা হতে করা পারে, অথবা কোনও সাজা না দিয়েই ছেড়ে দেওয়া হতে পারে। তুমি বলো কী করব? ’ জবাবে শিশুটি বলে, ‘আপনি যোগ্য বিচারক।’ এই খুদের এমন পরিণত জবাব শুনে সবাই হতবাক।