কাবুল বিমানবন্দরে তালিবানের রকেট হানা, জখম ৫, অল্পের জন্য বাঁচলেন স্পাইসজেটের ১৮০ জন যাত্রী
Web Desk, ABP Ananda | 27 Sep 2017 09:47 PM (IST)
ফাইল ছবি
নয়াদিল্লি: আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে রকেট হামলা চালাল তালিবান জঙ্গিরা। সেখানে তখন ছিল স্পাইসজেটের দিল্লিগামী একটি বিমান। ওড়ার জন্য তৈরি হচ্ছিল বিমানটি। সেটির মধ্যে ছিলেন ১৮০ জন যাত্রী ও কর্মী। তাঁরা অল্পের জন্য বেঁচে গিয়েছেন। স্পাইসজেটের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কাবুল-দিল্লি স্পাইসজেট ফ্লাইট এসজি ২২-র বোর্ডিং প্রক্রিয়া প্রায় শেষ হয়ে গিয়েছিল। সেই সময়ই জঙ্গি হামলা হয়। বিমানের যাত্রী ও কর্মীদের নিরাপদে টার্মিনাল বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হয়। বিমানটির কোনও ক্ষতি হয়নি।’ আজ স্থানীয় সময় সকাল ১১.২০ মিনিট নাগাদ কাবুল বিমানবন্দর লক্ষ্য করে রকেট হামলা চালায় জঙ্গিরা। একটি রকেট বিমানবন্দরের কাছে একটি বাড়িতে আঘাত করে। এই হামলায় জখম হয়েছেন পাঁচ জন। তাঁদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র নাজিব দানিশ। তালিবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ট্যুইট করে বলেছে, কাবুল সফররত মার্কিন প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিসই এই রকেট হামলার লক্ষ্য ছিলেন। ম্যাটিস আজ সকালেই কাবুলে পৌঁছন। তিনি আফগান প্রেসিডেন্ট আশরফ গনির সঙ্গে বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলন করেন। সেখানে আফগান প্রেসিডেন্ট বলেন, বিশেষ বাহিনীর আধিকারিকরা জঙ্গি হামলা প্রতিহত করেছেন। ম্যাটিস এই হামলাকে অপরাধ বলে বর্ণনা করেন।