প্রধানমন্ত্রীকে চিঠি লেখার পাশাপাশি ভারতীয় কনসাল জেনারেল ড. অনুপম রায়ের সঙ্গেও দেখা করে শ্রীনিবাস ও অলোকের উপর আক্রমণের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ব্রাউনব্যাক। তিনি বলেছেন, কানসাসে ভারতীয়দের নিরাপত্তা নিয়ে সমস্যা হবে না।
প্রধানমন্ত্রীকে চিঠি, ভারতীয়দের উপর আক্রমণের জন্য দুঃখপ্রকাশ কানসারের গভর্নরের
Web Desk, ABP Ananda
Updated at:
08 Mar 2017 09:08 PM (IST)
NEXT
PREV
ওয়াশিংটন: শ্রীনিবাস কুচিভোটলার হত্যা এবং গুলিতে অলোক মাদাসানির আহত হওয়ার ঘটনা দুঃখপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন কানসাসের গভর্নর স্যান ব্রাউনব্যাক। তিনি চিঠিতে লিখেছেন, ‘কানসাসের গভর্নর হিসেবে আমি শ্রীনিবাস কুচিভোটলা ও অলোক মাদাসানির বিরুদ্ধে হিংসার ঘটনায় দুঃখপ্রকাশ করছি। কানসারের মানুষ আহত ও আতঙ্কিত। শ্রীনুর স্ত্রী সুনয়না ও হায়দরাবাদে থাকা তাঁর পরিবারের জন্য আমাদের দুঃখ ভাষায় প্রকাশ করা যাবে না।’
প্রধানমন্ত্রীকে চিঠি লেখার পাশাপাশি ভারতীয় কনসাল জেনারেল ড. অনুপম রায়ের সঙ্গেও দেখা করে শ্রীনিবাস ও অলোকের উপর আক্রমণের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ব্রাউনব্যাক। তিনি বলেছেন, কানসাসে ভারতীয়দের নিরাপত্তা নিয়ে সমস্যা হবে না।
প্রধানমন্ত্রীকে চিঠি লেখার পাশাপাশি ভারতীয় কনসাল জেনারেল ড. অনুপম রায়ের সঙ্গেও দেখা করে শ্রীনিবাস ও অলোকের উপর আক্রমণের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ব্রাউনব্যাক। তিনি বলেছেন, কানসাসে ভারতীয়দের নিরাপত্তা নিয়ে সমস্যা হবে না।
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -