বুধবার রাতে বারে গুলি চালিয়ে অ্যাডাম পুরিন্টন নামে এক বন্দুকবাজ যখন এক ভারতীয় ইঞ্জিনিয়ারকে হত্যা করেন ও আর একজনকে গুরুতর আহত করেন, তখন ঘটনাস্থলেই ছিলেন ইয়ান। গুলি চালানোর সময় তিনি প্রাণ বাঁচাতে লুকিয়ে পড়েছিলেন টেবিলের নীচে। কিছুক্ষণ পর তাঁর মনে হয়, পুরিন্টনের বুলেট ফুরিয়ে গিয়েছে। তখন বেরিয়ে এসে তাকে ধরতে যান ২৪ বছরের যুবক। কিন্তু তখনও তার বন্দুকে এক রাউন্ড গুলি ছিল। তা ইয়ানের ওপর চালিয়ে দেয় সে। গুলি তাঁর হাত ফুঁড়ে বুকে ঢুকে যায়। হাসপাতালে এখন শুশ্রূষা চলছে তাঁর।
গ্রিলটের জন্যই প্রাণে বেঁচেছেন আর এক ভারতীয় অলোক মাদাসানি। চিকিৎসাধীন অবস্থাতেই গ্রিলটকে দেখতে আসেন তিনি। তাঁকে জীবিত ও সুস্থ দেখে আনন্দে ফেটে পড়েন তিনি। মার্কিন যুবক জেনেছেন, মাদাসানির স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা। ঈশ্বরের কাছে তিনি কৃতজ্ঞ, যে তিনি ওই অচেনা মহিলার স্বামীকে বাঁচাতে পেরেছেন।
গ্রিলট জানিয়েছেন, অলোক মাদাসানি তাঁর নতুন পাওয়া বেস্ট ফ্রেন্ড। তাঁর ইচ্ছে, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে শিগগিরই একসঙ্গে বসবেন তাঁরা। তবে সেটা নিশ্চয়ই কোনও বারে নয়।