কানো মূলত ডিআইওয়াই কম্পিউটার কিটস তৈরি করে শিশুদের জন্যে। ক্লো ও তার বোনের কাজই হল ওই সমস্ত নতুন পণ্যগুলো পরীক্ষা করে দেখে তাদের মান সম্পর্কে বলা। তাদের দেওয়া রিপোর্টের ওপর নির্ভর করেই পরবর্তী সময় সেই সমস্ত জিনিষ বাজারে আনবে কানো।
এমনকি প্রতি তিন মাস অন্তর সংস্থার ভাইস প্রেসিডেন্টের সঙ্গে একটি করে ভিডিও কনফারেন্সে বৈঠকও করবে দুই বোন। সেখানে তারা মতামত দেবে, তাদের সংস্থার পণ্যের কতটা উন্নতি প্রয়োজন সে বিষয়ে। জিনিষগুলোর মান উন্নয়নে ঠিক কী করা উচিত্ সেপ্রসঙ্গেও মতামত দেবে দুই বোন।