ইসলামাবাদ: ফের নওয়াজ শরিফের মুখে কাশ্মীর। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে সার্জিকাল অভিযানে একের পর এক জঙ্গি ঘাঁটি ভারতীয় সেনাবাহিনী ধূলিস্যাত্ করে দেওয়ার পরদিনও কাশ্মীর নিয়ে নতুন হুঙ্কার ছুঁড়ে দিলেন পাক প্রধানমন্ত্রী। তিনি বলেন, জম্মু ও কাশ্মীর উপমহাদেশ বিভাজনের অসমাপ্ত এজেন্ডা। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে স্বীকৃতি পাওয়া আত্মনিয়ন্ত্রণের অধিকার বাস্তবায়িত করতে কাশ্মীরী ভাইদের বৈধ, ন্যয়সঙ্গত সংগ্রাম সমর্থন করা থেকে কোনও শক্তি আমাদের ঠেকাতে পারে না।
ভারত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করেছে বলে জানিয়ে তার তীব্র নিন্দা করে শরিফ দাবি করেন, পাকিস্তানের আত্মরক্ষার ক্ষমতা আছে। বলেন, বাইরের কোনও শক্তিরইক্ষমতা নেই পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতাকে চ্যালেঞ্জ করবে। বিশ্বের সবচেয়ে সেরা সশস্ত্র বাহিনী আমাদের। এজন্য আমরা গর্বিত।
পাক প্রধানমন্ত্রীর কার্যালয় প্রকাশিত একাধিক বিবৃতি থেকে জানা যাচ্ছে, ভারতীয় সেনার সার্জিকাল অপারেশনের পর নিজেদের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রস্তুতি কতখানি, খতিয়ে দেখেন শরিফ। দিনভর একাধিক বৈঠক করেন তিনি। পাক প্রধানমন্ত্রী এ ব্যাপারে কথা বলেন সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ, অন্য শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে। নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকার পরিস্থিতি নিয়েও তাঁদের কথা হয়েছে বলে পাক মিডিয়ার খবর।
রাহিলের সঙ্গে টেলিফোনে কথা বলেন নওয়াজ। পাক মিডিয়া জানিয়েছে, সেনাপ্রধান তাঁকে জানান, সীমান্ত অতিক্রম করে জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনার সার্জিকাল অভিযান চালানোর দাবি ‘ভিত্তিহীন’, শরিফকে বলেন রাহিল। শরিফ সেনাপ্রধানকে বলেন, গোটা দেশের মানসিক উদ্দীপনা তুঙ্গে রয়েছে, সশস্ত্র বাহিনীর পাশে থেকে দেশরক্ষায় তৈরি সবাই। আগামীকাল শরিফ ক্যাবিনেট বৈঠক ডেকেছেন।
‘দেশ বিভাজনের অসমাপ্ত এজেন্ডা’, শরিফের মুখে সেই কাশ্মীর
web desk, ABP Ananda
Updated at:
29 Sep 2016 09:17 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -