নিউইয়র্ক: পাকিস্তান যেন জঙ্গিদের মুক্তাঞ্চল হয়ে না যায়। জঙ্গিরা যেন পাকিস্তানকে একেবারে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে না  ব্যবহার করতে পারে। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে এই পরামর্শ দিলেন মার্কিন বিদেশসচিব জন কেরি। কাশ্মীরে হিংসা, বিশেষ করে উরিতে সেনা ছাউনিতে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করে কেরি পাকিস্তানের ভূখণ্ডে জঙ্গিদের তত্পরতা নিয়ে শরিফকে সতর্ক করেছেন।
রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ৭১ তম অধিবেশনের অবকাশে গতকাল শরিফ দেখা করেন কেরির সঙ্গে। বৈঠকে শরিফ কাশ্মীরে ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেন। কাশ্মীর সমস্যার সমাধানের তিনি তিনি আমেরিকার সমর্থনও চান। কিন্তু মার্কিন বিদেশ সচিব জঙ্গিদের সক্রিয়তা নিয়ে পাক প্রধানমন্ত্রীকে সচেতন করার চেষ্টা করেন।
পরে মার্কিন বিদেশ মন্ত্রকের উপ মুখপাত্র মার্ক টোনার বলেছেন, ‘‘জঙ্গিদের ব্যাপারে পাকিস্তানের মতিগতি কী, আগামী দিনে ইসলামাবাদ জঙ্গি দমনে কী কী ব্যবস্থা নেয়, আমেরিকা তা দেখে-বুঝে নিতে চাইছে। আমরা কিছু অগ্রগতি লক্ষ্য করেছি। আমরা আরও অগ্রগতি দেখতে চাইছি।’’
মার্কিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র জন কিরবি মঙ্গলবার বলেছেন, ‘‘জঙ্গি দমনে আমেরিকা যে পাকিস্তানের আন্তরিক ভূমিকা দেখতে চাইছে, তা পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে স্পষ্টই জানিয়ে দিয়েছেন মার্কিন বিদেশ সচিব।’’