ওই বৈঠকের বেশ কিছু ছবি সামনে এসেছে। ছবিতে দেখা যাচ্ছে বিভিন্ন নথি পরীক্ষা করে নির্দেশ দিচ্ছেন তিনি। সূত্রের খবর, ওই বৈঠকে অস্ত্রশক্তি ও পারমাণবিক শক্তিবৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে। গ্রহণ করা হয়েছে বেশ কিছু নতুন নীতিও।
এর আগেই ২০ দিন অজ্ঞাত কারণে নিখোঁজ থাকার পর হঠাৎই জনগণের সামনে আসেন কিম জং উন। অনুপস্থিত ছিলেন তাঁর দাদুর জন্মবার্ষিকীতেও। সেইসময়ও গুজব ছড়ায় তাঁর অসুস্থতা নিয়ে। তবে বারবারই সমস্ত গুজব উড়িয়ে রহস্যময় অজ্ঞাতবাস কাটিয়ে জনগণের সামনে আসেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট।