প্যারিসের হোটেলে কিম কারদাশিয়াঁর দিকে বন্দুক তাক করল দুষ্কৃতীরা, কোটি টাকার গয়না লুঠ
ABP Ananda, Web Desk | 03 Oct 2016 11:11 AM (IST)
প্যারিস: অল্পের জন্য বাঁচলেন মডেল ও সোশ্যালাইট কিম কারদাশিয়াঁ। অভিযোগ, প্যারিসে তাঁর হোটেলে তাঁর দিকে বন্দুক তাক করে পুলিশের পোশাক পরা ২ দুষ্কৃতী। প্যারিস ফ্যাশন সপ্তাহে যোগ দিতে কিম এখন ফ্রান্সে। সেখানেই স্থানীয় সময় রবিবার সন্ধেবেলা দুজন সশস্ত্র মুখোশধারী তাঁর দিকে বন্দুক তাক করে বলে অভিযোগ। কোটি টাকার গয়না লুঠ করে তারা উধাও হয়ে যায়। ঘটনার সময় কিমের স্বামী, গায়ক ক্যানি ওয়েস্ট নিউ ইয়র্কে কনসার্টে ব্যস্ত ছিলেন। আচমকা পারিবারিক সংকটের খবর পেয়ে মাঝপথে কনসার্ট বন্ধ করে চলে যান তিনি। তখন জানাজানি হয় গোটা খবর। জানা গেছে, কিম ঠিক আছেন। তবে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি। ঘটনার কিছুক্ষণ আগে স্ন্যাপচ্যাটে নিজের গোটা দিন ধরে রাখেন কিম। ফ্যাশন শো দেখেন, বন্ধুদের সঙ্গে ডিনার সারেন। তারপরেই হোটেলের ঘরে এই ঘটনা। জানা যায়নি, হামলার সময় কিমের তিন বছরের মেয়ে নর্থ এবং ন’মাসের ছেলে সেন্ট, তাঁর সঙ্গে ছিল কি না।