নিউইয়র্ক ও নয়াদিল্লি: ফোর্বস পত্রিকা প্রকাশিত বিশ্বের ১০০ ক্ষমতাশালী মহিলাদের তালিকায় জায়গা পেলেন আইসিআইসিআই ব্যাঙ্কের কর্ত্রী ছন্দা কোচর এবং বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া।


সদ্য প্রকাশিত তালিকা অনুযায়ী, ভারতীয়দের মধ্যে সবথেকে শীর্ষস্থান পেয়েছেন আইসিআইসিআই ব্যাঙ্কের সিইও এবং এমডি ছন্দা। তিনি ৩২ তম স্থানে রয়েছেন। এইচসিএল কর্পোরেশনের সিইও রোশনী নদর মালহোত্র রয়েছেন ৫৭ তম স্থানে।


তালিকায় ঠাঁই পেয়েছেন- বায়োকনের প্রতিষ্ঠাতা-চেয়ারপার্সন কিরণ মজুমদার শ রয়েছেন ৭১ স্থানে। রয়েছেন শোভানা ভারতী (৯২তম) এবং বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া (৯৭তম)।


এর পাশাপাশি, কয়েকজন ভারতীয় বংশোদ্ভূত মহিলাও এই তালিকায় রয়েছেন। যেমন,  পেপসিকোর সিইও ইন্দ্রা নুয়ি। তিনি রয়েছেন ১১ তম স্থান। ভারতীয়-মার্কিন নিকি হ্যালি রয়েছেন ৪৩ তম স্থানে।


মূল তালিকার শীর্ষে রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল। এই নিয়ে তিনি টানা সাতবার শীর্ষস্থান দখল করলেন তিনি। মোট ১২ বার এই তালিকায় জায়গা নিলেন। দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী থেরেসা মে। তৃতীয় মেলিন্দা গেটস।


এবারের তালিকায় অন্তর্ভুক্তি ঘটেছে যাঁদের, তাঁদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প। তিনি ১৯ তম স্থান দখল করেছেন।