কলম্বো: রবিবারের সিরিয়াল বিস্ফোরণের ১০দিন আগেই নাশকতার হুঁশিয়ারি দিয়েছিলেন শ্রীলঙ্কার পুলিশ প্রধান পুজুথ জয়সুন্দরা। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, আত্মঘাতী মানববোমারা ‘উল্লেখযোগ্য গির্জাগুলি’তে হামলা চালানোর ছক কষেছে বলে তিনি সাবধানবার্তা পাঠিয়েছিলেন শীর্ষ নিরাপত্তা অফিসারদের। গত ১১ এপ্রিলের সেই গোয়েন্দা সতর্কতায় বলা হয়েছিল, একটি বিদেশি গোয়েন্দা এজেন্সি জানিয়েছে, ন্যাশনাল তৌহিত জামাত (এনটিজে) বড় গির্জাগুলির পাশাপাশি কলম্বোয় ভারতীয় হাইকমিশনেও আত্মঘাতী হামলার প্ল্যান করছে।
গত বছর একাধিক বৌদ্ধ মূর্তি ভাঙচুর হওয়ার ঘটনায় শ্রীলঙ্কায় এনটিজে-র নাম সামনে আসে। জানা যায়, এটি একটি মৌলবাদী গোষ্ঠী। রবিবার শ্রীলঙ্কায় বেশ কয়েকটি গির্জা, ফাইভ স্টার হোটেলে আটটি বিস্ফোরণে ক্রমাগত মৃতের সংখ্যা বাড়ছে।
কলম্বোর ভারতীয় হাইকমিশনেও আত্মঘাতী হামলা হতে পারে, দশদিন আগেই গোয়েন্দা সূত্রে হুঁশিয়ারি দেন শ্রীলঙ্কার পুলিশ প্রধান
Web Desk, ABP Ananda
Updated at:
21 Apr 2019 04:57 PM (IST)
গত বছর একাধিক বৌদ্ধ মূর্তি ভাঙচুর হওয়ার ঘটনায় শ্রীলঙ্কায় এনটিজে-র নাম সামনে আসে। জানা যায়, এটি একটি মৌলবাদী গোষ্ঠী।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -