জেনিভা: সুইৎজারল্যান্ডের জেনিভায় রেকর্ড দামে নিলাম হল এখনও পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় হীরে। দাম উঠল প্রায় ৩৪ মিলিয়ন মার্কিন ডলার। ১৬৩.৪১ ক্যারটের নিখুঁত হীরেটি ডি কালারের। এর অর্থ, হীরেটির নিজস্ব কোনও রঙ নেই। এই ধরনের হীরে বিরল। সেই কারণেই এত দাম উঠেছে বলে জানিয়েছেন নিলাম সংস্থা ক্রিস্টির আন্তর্জাতিক রত্ন বিভাগের প্রধান রাহুল কাডাকিয়া।

অ্যাঙ্গোলার একটি খনি থেকে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে পাওয়া যায় ডি কালারের ১১এ ধাপের নিখুঁত হীরেটি। ৪০৪ ক্যারটের একটি পাথর থেকে কেটে নেওয়া হয় হীরেটি। নিউ ইয়র্কের ১০ জন বিশেষজ্ঞ পাথর থেকে হীরেটি কাটেন। এরপর সুইৎজারল্যান্ডের একটি সংস্থার কর্মীরা সেই হীরে দিয়ে একটি হার তৈরি করেন। সেই হীরে সহ হারই বিক্রি হল ৩৩.৮ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে।



এই নিলামে একটি বৃহৎ গোলাপী হীরেও বিক্রি হয়েছে। এই হীরেটি নেপোলিয়ন সহ বেশ কয়েকজন ফরাসি সম্রাটের মুকুটে স্থান পেয়েছিল। সেই হীরেটি বিক্রি হয়েছে ১৪.৫ মিলিয়ন মার্কিন ডলারে।